আর্কাইভ থেকে দেশজুড়ে

জনগণের সেবায় মায়ের পাশে আছেন জাহাঙ্গীর

জনগণের সেবায় মায়ের পাশে আছেন জাহাঙ্গীর
মায়ের কথায় এ শহরকে সুন্দর রাখতে মায়ের পাশে দাঁড়িয়েছি। বলেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (৯ মে) তার মা জায়েদা খাতুনের প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের এসব বলেন তিনি। আসন্ন নির্বাচনে মেয়র পদে অংশ নেয়া জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন প্রতীক হিসেবে টেবিল ঘড়ি পেয়েছেন। এর আগে একই দিন গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। মেয়র পদে আট প্রার্থীর মধ্যে অন্য প্রার্থীর জন্য বরাদ্দকৃত প্রতীকগুলো হচ্ছে, অ্যাড. আজমত উল্লাহ খান (নৌকা), এম এম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ), সরকার শাহানুর ইসলাম রনি (হাতি), গাজী আতাউর রহমান (হাতপাখা), হারুন অর রশিদ (ঘোড়া) ও রাজু আহম্মেদ (গোলাপ ফুল)। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন প্রতীক নিতে আসেন। এ সময় সঙ্গে তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছিলেন। প্রতীক পাওয়ার পর জায়েদা খাতুন জানান, মঙ্গলবার সকালে লটারিতে টেবিল ঘড়ি মার্কা পেয়েছি। গাজীপুর সিটি করপোরেশনের সবার কাছে ভোট চাই। আমি লড়াই করছি জনগণের জন্য। আমার সঙ্গে সিটি করপোরেশনের জনগণ রয়েছে। উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত মহিলা আসনে মোট ৩২৪ জন প্রার্থী লড়াই করবেন। মেয়র পদে লড়ছেন আট জন। এরমধ্যে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন জনগণের | সেবায় | মায়ের | পাশে | আছেন | জাহাঙ্গীর