আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশের সম্মান ফিরিয়ে আনতে পারবো: সোহাগ

বাংলাদেশের সম্মান ফিরিয়ে আনতে পারবো: সোহাগ
স্দুপর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক  আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এরপর থেকে গণমাধ্যম সোহাগের সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি। তবে বুধবার (১০ মে) প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করলেন ফিফা কর্তৃক নিষিদ্ধ  সোহাগ। সাথে ছিলেন তাঁর আইনজীবী আজমালুল হোসাইন। তবে অনেক প্রশ্নরই উত্তর দেননি সোহাগ। তিনি বলেন, সময় হলেই সকল কিছুর উত্তর দেয়া হবে। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক বলেন, ‘অনেকেই যোগাযোগ করছিলেন কিন্তু সেভাবে সাড়া দিতে পারিনি। তাই আমাদের অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। অনেক বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না। আমি আপিল করেছি এখন মন্তব্য করলে তখন আবার ফিফা বলতে পারে কেন মন্তব্য করলাম।’ সোহাগ আরও জানানন, ‘সময়ই সকল কিছুর উত্তর দেবে। আমি আশা করি নিজের সম্মান, বাংলাদেশের সম্মান ফিরিয়ে আনতে পারব। ইন্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ফুটবলকে ভালোবেসেই ফুটবল ফেডারেশনে কাজ করেছি৷ অনেকে বলেছে রাত পর্যন্ত ভবনে থেকেছি তখন কাজ করেছি এ নিয়েই। পাঁচ বছরের অনেক ডকুমেন্টস সংগ্রহ করেছি।’  

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | সম্মান | ফিরিয়ে | আনতে | পারবো | সোহাগ