আর্কাইভ থেকে বাংলাদেশ

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মনোনীত করা হয়েছে আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমীকে। তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহ. এর নাতি। শনিবার (৩ জুন) বিকেলে শুরা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মুফতি জসিম উদ্দীনকে মাদ্রাসার সহযোগী পরিচালক এবং মাওলানা শোয়াইব জমিরিকে সহকারী পরিচালক নিযুক্ত করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। তিনি বলেন, শুরা বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হলেও মাদ্রাসার প্রয়াত মহাপরিচালক মাওলানা ইয়াহইয়ার জানাজায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম মহাপরিচালক হিসেবে প্রস্তাব করা হয়েছিল। তবে তিনি দায়িত্ব নিতে রাজি হননি। উল্লেখ্য, গতকাল শুক্রবার (২ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া ইন্তেকাল করেন। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন হাটহাজারী | মাদ্রাসার | মহাপরিচালক | মুফতি | খলিল | আহমদ