আর্কাইভ থেকে ফুটবল

‘মেসি পিএসজিতে কারও সঙ্গে খারাপ ব্যবহার করেনি’

‘মেসি পিএসজিতে কারও সঙ্গে খারাপ ব্যবহার করেনি’
বার্সেলোনা থেকে দুই বছরে চুক্তিতে পিএসজিতে পাড়ি জমানোর পর সময়টা ভালো কাটেনি লিওনেল মেসির। নিজের খারাপ থাকার ব্যাপরটা মেসি নিজেই স্বীকার করেছেন। মাঠের পারফরম্যান্স ও পরিসংখ্যানও পক্ষ ছিল না আর্জেন্টাইন অধিনায়কের। তবে ফরাসি ক্লাবটিতে সময়টা ভালো না কাটলেও সতীর্থদের ভালোবাসা ও শ্রদ্ধা ঠিকই আদায় করে নিয়েছেন মেসি। প্যারিসে আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে প্রথম মৌসুমে খেলেছিলেন আন্দের এরেরা। সে সময় মেসিকে অনেক কাছ থেকে দেখেছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। সম্প্রতি আর্জেন্টিনা সফরে গিয়ে স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে মেসি প্রসঙ্গে কথা বলেছেন এরেরা। জানিয়েছেন, শুধু খেলোয়াড় হিসেবেই নন, মানুষ হিসেবেও মেসি অসাধারণ। তিনি কখনো কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি। এমনকি পিএসজিতে এমবাপ্পেও মেসির থেকে একধাপ পিছিয়ে ছিলেন বলে মন্তব্য করেছেন এরেরা।
Ander Herrera Ungkap Kekagumannya Terhadap Sosok Lionel Messi - Sportstars.Id
Ander Herrera Ungkap Kekagumannya Terhadap Sosok Lionel Messi - Sportstars.Id
বর্তমানে অ্যাথেলটিক বিলবাওয়ে এই স্প্যানিশ ফুটবলার মেসিকে নিয়ে নিজের মন্তব্য করেছেন এভাবে, “সতীর্থ হিসেবে সে আমার প্রত্যাশার উপরে ছিল। ফুটবলার হিসেবে আমি তাকে অনেক পছন্দ করি। তবে সতীর্থ এবং ব্যক্তি মানুষ হিসেবে তাকে আমি আরও বেশি পছন্দ করি। সে কখনো কারও সঙ্গে খারাপ ব্যাবহার করেনি। তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ হয়েছিল আমার।” এমবাপ্পের সঙ্গে তাঁর কোন বিরোধ ছিল না জানিয়ে এরেরা আরও  বলেন, “যদি আপনার দলে লিও (মেসি) থাকে, তবে অন্যরা এমনিতেই একধাপ পিছিয়ে থাকবে। সম্মান পাওয়ার জন্য মেসিকে কথা বলতে হতো না। লিও না করলে আমি কীভাবে নিজে উচ্চ স্বরে কথা বলি? এটা মিথ্যা যে এমবাপ্পের সঙ্গে কোনো বিরোধ ছিল। আমি জানি না, কেন সংবাদমাধ্যমকে একজনকে প্রশংসা করার জন্য অন্যকে ছোট করে।”

এ সম্পর্কিত আরও পড়ুন মেসি | পিএসজিতে | কারও | সঙ্গে | খারাপ | ব্যবহার | করেনি