আর্কাইভ থেকে স্বাস্থ্য

তামাক নিয়ে যারা কাজ করবে আমরা তাদের সঙ্গে নেই: স্বাস্থ্যমন্ত্রী

তামাক নিয়ে যারা কাজ করবে আমরা তাদের সঙ্গে নেই: স্বাস্থ্যমন্ত্রী
প্রতি বছর তামাকের কারণে দেড় লাখ মানুষ মারা যাচ্ছে। তামাক থেকে সরকার যে রেভেনিউ পায় তার থেকে বেশি ক্ষতি হয়ে যায় চিকিৎসা ব্যয়সহ অন্যান্য ব্যয় মেটাতেই। তামাক নিয়ে যারা কাজ করবে তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা হবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। রোববার (১১ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে আয়োজিত হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি বছর তামাকের কারণে দেড় লাখ মানুষ মারা যাচ্ছে। তামাক থেকে সরকার যে রেভেনিউ পায় তার থেকে বেশি ক্ষতি হয়ে যায় চিকিৎসা ব্যয়সহ অন্যান্য ব্যয় মেটাতেই। এজন্য যেকোনো মূল্যে আগামী ২০৪০ সালের মধ্যেই দেশ থেকে তামাক পুরোপুরি নির্মূল করতে হবে। দেশে বর্তমানে মোট মৃত্যুর ৭০ শতাংশই ঘটে অসংক্রমক রোগের কারণে। আর এ অসংক্রামক রোগের অন্যতম একটি বাহক হচ্ছে তামাকের ব্যবহার। প্রসঙ্গত, সভায় বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতস্বরূপ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সম্মাননা প্রদান করা হয়। এ বছর ৯টি ক্যাটাগরিতে সর্বমোট ১০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৩ প্রদান করা হয়।  

এ সম্পর্কিত আরও পড়ুন তামাক | নিয়ে | যারা | কাজ | করবে | তাদের | সঙ্গে | নেই | স্বাস্থ্যমন্ত্রী