আর্কাইভ থেকে অপরাধ

আঁখির মৃত্যুর বিষয়ে যা জানালো ল্যাবএইড

আঁখির মৃত্যুর বিষয়ে যা জানালো ল্যাবএইড
রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর পর মারা গেলেন লাইফ সাপোর্টে থাকা মা মাহবুবা রহমান আঁখি। দুপুরের দিকে ল্যাবএইড হাসাপাতালে তিনি মারা যান। রোববার (১৮ জুন) দুপুরে আঁখি মারা গেলেও ল্যাবএইড কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে বিকেল সাড়ে ৪টায়। হাসপাতালটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে পাঠানো হয় জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দীপকে। তিনি জানান, আঁখির চিকিৎসায় ছয় সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। প্রসবোত্তর রক্তক্ষরণে আঁখির মৃত্যু হয়েছে। এরকমটা স্বাভাবিকভাবেই হতে পারে বলে জানান তিনি। উপস্থিত সাংবাদিকরা এ সময় তার কাছে আঁখির সর্বশেষ চিকিৎসা ও মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি এর সঠিক ব্যাখ্যা না দিয়েই সংবাদ সম্মেলন ত্যাগ করেন। এছাড়াও আঁখির শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রক্তক্ষরণ হয়েছিল সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি পরিষ্কার করতে পারেননি। দীপ আরও বলেন, রোগীকে অচেতন অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে আনা হয়। তখন প্রসবজনিত জটিলতায় শিশুর মৃত্যু হয় এবং মায়ের অবস্থা সংকটাপন্ন ছিল। প্রসবোত্তর রক্তক্ষরণ ও হার্ট অ্যাটাক হওয়ার পর তাকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়। তিনি বলেন, ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে লাইফ সাপোর্টে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছিল। রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় ছয় সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সে অনুযায়ী চিকিৎসা প্রদান অব্যাহত ছিল। ল্যাবএইডের জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, রোগীর ইউরিন আউটপুট বন্ধ থাকায় ডায়ালাইসিস প্রদান করা হচ্ছিল। সকল প্রকার প্রচেষ্টার পরও রোগীর কোনো প্রকার উন্নতি পরিলক্ষিত হয়নি। আজ দুপুর ১টা ৪৩ মিনিটে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।    

এ সম্পর্কিত আরও পড়ুন আঁখির | মৃত্যুর | বিষয়ে | জানালো | ল্যাবএইড