আর্কাইভ থেকে দেশজুড়ে

পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহীতে বাস চলাচল বন্ধ

পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহীতে বাস চলাচল বন্ধ

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে রাজশাহীতে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাস চলাচল বন্ধ থাকাই ভোগান্তিতে পড়েছেন  যাত্রীরা।

এদিকে, মালিক সমিতির নেতার ওপর হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত বলে জানান পরিবহন নেতারা। 

আর বিএনপি নেতারা বলছেন, মঙ্গলবার (২ মার্চ) দলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই এ ধর্মঘট।

সকাল থেকে বাস না থাকায় বিকল্প যানবাহনে করে বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।  

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি গত ১৬ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর পুলিশের কাছে বিভাগীয় সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিল। পুলিশ নানা টালবাহানা করে একটি কমিউনিটি হলে সোমবার দুপুরে সমাবেশের অনুমতি দিয়েছে যা বিএনপি প্রত্যাখ্যান করেছে। বিএনপি পূর্ব পরিকল্পনা ও ঘোষণা অনুযায়ী নগরীর মনি চত্বর, সাহেব বাজার জিরো পয়েন্ট অথবা গণকপাড়া এলাকায় সমাবেশ করবে।

গণপরিবহন বন্ধের বিষয়ে তিনি বলেন শুধু রাজশাহীতে নয়, সারা দেশে বিএনপির সমাবেশ বানচাল করতে সরকার দলীয় সমর্থক পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বাস চলাচল বন্ধ করে দিচ্ছে। এভাবে সমাবেশ বন্ধ করা যাবে না। আশা করি, আজ সমাবেশে মানুষের ঢল নামবে।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন পূর্ব | ঘোষণা | ছাড়াই | রাজশাহীতে | বাস | চলাচল | বন্ধ