আর্কাইভ থেকে জাতীয়

ঈদের নামাজ শেষে চলছে পশু কোরবানি

ঈদের নামাজ শেষে চলছে পশু কোরবানি
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় পছন্দের পশু কোরবানি করছেন সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানরা। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয়। যা ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলবে। রাজধানীতে বৃষ্টির মধ্যে বাসার নিচের গ্যারেজে, বাসার সামনের রাস্তায়, এলাকার ফাঁকা মাঠে পছন্দের গরু, মহিষ, খাসি, ভেড়া, দুম্বা কোরবানি চলছে। কসাইরাও ব্যস্ত সময় পার করছেন। একটার পর একটা পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে দিচ্ছেন তারা। এদিকে কোরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করার এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া কোরবানির বর্জ্য অপসারণ বা কোরবানির গোশত বিতরণে পরিবেশসম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার করার আহ্বান জানান হয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদের | নামাজ | শেষে | চলছে | পশু | কোরবানি