আন্তর্জাতিক

আসামের সংসদে নামাজের বিরতি প্রথা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আসামের সংসদে দুই ঘন্টা নামাজের বিরতি ব্যবস্থা বাতিল করা হয়েছে। মুসলিম সাংসদদের জুমার নামাজের সুবিধার্থে প্রতি শুক্রবার দুই ঘণ্টা করে সংসদ কার্যক্রম স্থগিত রাখা হত।

শুক্রবার (৩০ আগস্ট) সংসদের রুলস কমিটি এই বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।

এ বিষয়ে রুলস কমিটি বলেছে, সৃষ্টির পর থেকে আসামের আইনসভার কার্যক্রম শুক্রবার সকাল ১১টা থেকে দুই ঘণ্টার জন্য স্থগিত করা হতো। এরপর মধ্যাহ্নভোজ ও মুসলিম সাংসদরা ফিরে আসার পর অধিবেশন আবারও শুরু হতো। অন্যদিনে ধর্মীয় কোনো কারণে অধিবেশন স্থগিত ছাড়াই সংসদের সব কার্যক্রম চলে। শুক্রবারের অধিবেশনও অন্যদিনের মতো হবে।

এই ব্যবস্থা বাতিল করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। 

এতে তিনি লিখেছেন, দুই ঘণ্টার জুমার নামাজের বিরতি বাদ দেয়ার মাধ্যমে আসাম আইনসভা নিজেদের কর্মকাণ্ডের উপর গুরুত্ব দিয়েছে এবং ঔপনিবেশিক আমলের আরেকটি নিদর্শন ঝেরে ফেলেছে। ১৯৩৭ সালে মুসলিম লীগ নেতা সৈয়দ সাদুল্লা সংসদে নামাজের সময় দেওয়ার বিষয়টি এনেছিলেন।

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন আসাম