Connect with us

চট্টগ্রাম

শিশু ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

Avatar of author

Published

on

ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

শিশু ভাতিজীকে (৯) ধর্ষণের অভিযোগে মো. রাসেল মিয়া (২১) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে।

বুধবার (৫ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা আশুগঞ্জ থানায় অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে উপজেলার আড়াইসীধা ইউনিয়নের বাঘমাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রাসেল ওই এলাকার মো.আলী মিয়ার ছেলে। আর ভিকটিম শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় ভিকটিম শিশুটি বসত বিল্ডিং এর নিচতলায় তার দাদার রুমে পড়ালেখা করছিল। এসময় কেউ না থাকায় চাচা রাসেল তাকে ঘর ঝাড় দেয়ার কথা বলে নিজের শয়ন কক্ষে নিয়ে যায়। শিশুটি যখন রুম ঝাড়ু দিচ্ছিল তখন চাচা রাসেল দরজা বন্ধ করে তাকে ঝাপটে ধরে এবং ধস্তাধস্তি করে পড়নের হাফপ্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার শুনে তার মা ও অন্যান্যরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে সকলের সামনে ভিকটিম শিশুটি চাচা কর্তৃক তার উপর নির্যাতনের ঘটনার বর্ণনা দেয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহাম্মেদ বলেন, ভিকটিম শিশুটির মা থানায় অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করা হয়। আশুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট ও তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

চট্টগ্রাম

পানবোঝাই পিকআপে ৫৪ হাজার পিস ইয়াবা!

Published

on

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পানবোঝাই একট পিকআপ যাচ্ছিলো। এটি কুমিল্লায় চৌদ্দগ্রামের ঘোলপাশা যুগিরখিল এলাকায় পৌঁছলে পুলিশ চ্যালেঞ্জ করে। পরে পিকআপে তল্লাশি চালিয়ে ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় চালক ইয়াছিনকে (২৭) গ্রেপ্তার করার পাশাপাশি  পিকআপ ও দুটি মোবাইল জব্দ করা হয়।

রোববার(১৬ জুন) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল জানতে পারে পানভর্তি একটি পিকআপে ইয়াবা পাচার হচ্ছে। পুলিশের ওই দলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম থানার ৬ নম্বর ঘোলপাশা যুগিরখিল চেকপোস্টে অবস্থান করে। পিকআপটি চেকপোস্টে আসার পরই পুলিশের অবস্থান টের পেয়ে  ড্রাইভার ও তার সহকারী এবং পিছনে থাকা তিনজন লোক পিকআপ থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে গাড়ির পিছনে থাকা একটি পানভর্তি ঝুড়ির ভেতর থেকে ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, ইয়াবা উদ্ধারের পর প্রযুক্তি ব্যবহার করে পিকআপের চালক ইয়াছিনকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা আরও চারজনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমআর//

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

চট্টগ্রাম

রাঙ্গামাটিতে বজ্রপাতে নিহত ৪ 

Published

on

বজ্রপাত

রাঙামাটির লংগদু উপজেলায় আলাদা ঘটনায় বজ্রপাতে এক নারীসহ নিহত হয়েছেন ৪ জন।

শনিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে চলমান বোটে বজ্রপাতে তিনজন নিহত হন।

আটরকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন বলেন, আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম (৩৬) কিছুক্ষণ আগে বজ্রপাত নিহত হয়েছেন।

এদিকে ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ আছেন।

Advertisement

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, আমরা এখন পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।

পুরো পরতিবেদনটি পড়ুন

চট্টগ্রাম

লিচুবাহী ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজনের মৃত্যু

Published

on

কুমিল্লায় লিচুবাহী ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

শনিবার (১৫ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।

তিনি জানান, চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যানকে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে লিচুবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। খবর পেয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত দুটি যানবাহনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

টিআর/

Advertisement

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত