আর্কাইভ থেকে দেশজুড়ে

নৌকাডুবির ১১ ঘণ্টা পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

নৌকাডুবির ১১ ঘণ্টা পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় কংস নদীতে নৌকাডুবির ঘটনার প্রায় ১১ ঘণ্টা পর এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। এ ঘটনায় আরও দু’জন নিখোঁজ আছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৫টার দিকে নদের কৈলাটি এলাকায় জেলেদের জালে মরদেহটি আটকা পড়ে। মৃত ব্যক্তি উপজেলার কৈলাটি গ্রামের মাজহারুল ইসলাম রেনুর ছেলে মাহাবুব আলম (১১)। তিনি পূর্বধলার কালডোয়ার সচিববাড়ি সংলগ্ন একটি কওমি মাদরাসার ছাত্র ছিল। নিখোঁজ ব্যক্তিরা হলেন, সোহেল মিয়া (১৮), এনায়েত উল্লাহ (১৬)। জানা গেছে, উপজেলার জামধলা বাজারের গোদারাঘাট থেকে বুধবার সন্ধ্যা ৬টায় নৌকার মাঝি রঙ্গুলাল ১০ থেকে ১৫ জন যাত্রী নিয়ে নদীর ওপাড়ে দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ঘাটে যাচ্ছিল। মাঝপথে স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার ভোরে জেলেদের জালে মাহাবুবের মরদেহ উঠে আসলে তার বাবার কাছে তা হস্তান্তর করা হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে জেলেদের জালে মাহাবুবের মরদেহ উঠে আসে। পরে পরিবারের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন নৌকাডুবির | ১১ | ঘণ্টা | মাদরাসাছাত্রের | মরদেহ | উদ্ধার