Connect with us

ক্রিকেট

তামিমের সংবাদ সম্মেলন হঠাৎই পেছালো

Avatar of author

Published

on

তামিমের

আফগানিস্তানের বিপক্ষে বুধবার অপ্রত্যাশিত হারের পর রাতে আচমকা সংবাদ সম্মেলনের ঘোষণা দেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) আজ সকাল সাড়ে ১১টার পর তামিমের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, ‘বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলে প্রেসের সঙ্গে কথা বলবেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল।’

চট্টগ্রামে দুপুর ১২টায় কী হতে যাচ্ছে, তা নিয়ে যখন নানান গুঞ্জন চলছে তখন এলো নতুন ঘোষণা। পিছিয়ে গেছে টাইগারদের ওয়ানডে অধিনায়কের  সংবাদ সম্মেলনের সময়। নতুন খবর হলো, দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে অনুষ্ঠিত হবে সাড়া জাগানো এ সংবাদ সম্মেলন।

আজ পিঠের ব্যথা, কাল গ্রোয়েন, পরশু হ্যামস্ট্রিং- কোনো না কোনো শারীরিক সমস্যা পিছু তাড়া করে বেড়াচ্ছে কিছুদিন ধরেই। এতে করে মাঠেও নিয়মিত নন তামিম। প্রায় প্রতি সিরিজ বা সফরে কোনে না কোনো ফরম্যাট থেকে সরে দাঁড়ানো প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এইতো- আফগানিস্তানের বিপক্ষে গত মাসে খেলবো না, খেলবো করে শেষ মুহূর্তে ঢাকা টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেও তার খেলা নিয়ে ছিল প্রবল সংশয়-সন্দেহ।

Advertisement

সিরিজ শুরুর ২৪ ঘণ্টা আগের সংবাদ সম্মেলনে তামিম বলে বসেন, তিনি শতভাগ ফিট নন। তারপরও প্রথম ম্যাচ খেলবেন। বাস্তবে খেলেছেনও। আর এই খেলা নিয়েই রাজ্যের হইচই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আর হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে কেউই এটাকে ভালোভাবে নেননি।

বিসিবি সভাপতি এক পত্রিকার সঙ্গে আলাপে অভিযোগ করেন, ‘তামিমের এই শতভাগ ফিট না থেকেও খেলাকে মোটেই ভালোভাবে নেননি হেডকোচ হাথুরুসিংহে এবং রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। এককথায় তামিমের ক্রমাগত ইনজুরি পড়ে কোনো না কোনো সিরিজ, ফরম্যাট না খেলা এবং আফগানদের সঙ্গে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে সম্পূর্ণ সুস্থ না হয়েও খেলতে নামা- মোটেই ভালোভাবে নেননি বিসিবিপ্রধান ও হেডকোচ। তারা তামিমের এমন আচরণে চটেছেন এবং কড়া ভাষায় সমালোচনাও করেছেন। বোঝাই যাচ্ছে, তার রেশ ধরেই দলের ভেতরে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। সমস্যার উদ্রেক ঘটেছে।

আর ধারণা করা হচ্ছে, তাই আজ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম। তা নিয়ে রাজ্যের কথাবার্তা। কী ঘোষণা দেবেন তামিম? এ সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আসছে? নাকি ওয়ানডে ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন? আবার ওয়ানডে থেকে অবসরে যাওয়ার ঘোষণাও নাকি আসতে পারে- এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে।

চট্টগ্রামে বাংলাদেশ আর আফগানিস্তান সিরিজ কভার করতে যাওয়া সাংবাদিকরা দুপুর ১২টায় সংবাদ সন্মেলন ধরে সকাল থেকেই নিজ নিজ হোটেল থেকে তামিমের প্রেস মিট কভার করার জন্য বেরিয়ে পড়েন। পরে জানা যায়, প্রেস কনফারেন্সের সময় পাল্টেছে। দুপুর ১২টার পরিবর্তে দেড়টায় বন্দরনগরীর জুবিলি রোডের ‘টাওয়ার ইন’ হোটেলে প্রেসের সঙ্গে কথা বলবেন তামিম।

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ক্রিকেট

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ বাতিল

Published

on

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে। ডালাসে বৃষ্টি ও আবহাওয়াজনিত কারণে ম্যাচটি খেলা সম্ভব হচ্ছে না। ফলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

দুই দল সদ্য দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে। যেখানে ২-১ এ সিরিজ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এক ম্যাচ জিতেছে কিছুটা স্বস্তি ছিল বাংলাদেশের। তবে সিরিজ হারের পর বেশ সমালোচনার মুখে পড়তে হয় নাজমুল হোসেন শান্ত’র দলকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। যেখানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র- দুই দলই নিজেদের প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে বলে কথা ছিল। এর আগে প্রেইরি ভিউতে সিরিজ শুরুর আগে বেশ ঝড়-বৃষ্টি দেখা যায়। যেখানে দুই দলের সিরিজ শুরু নিয়ে শঙ্কার জায়গা ছিল। তবে শেষ পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দলই আরও একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। যেখানে আগামী ৩০ মে নেপালের বিপক্ষে লড়বে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের বিপক্ষে, জুনের ১ তারিখ।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

সাবেক ইংলিশ অধিনায়কের পুত্র যোগ দিলেন কাউন্টি ক্রিকেটে

Published

on

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভন যুক্ত হয়েছেন সমারসেটের সাথে। এই চুক্তির মাধ্যমে পেশাদার ক্রিকেটের অংশ হলেন আর্চি। টপ অর্ডার ব্যাটার ও অফ স্পিন করে থাকেন তিনি। বয়সটা ১৮ চলছে। এর আগে ২০২০ সালে টনটনের একাডেমির সাথে যুক্ত হন আর্চি।

একাডেমিতে যুক্ত হওয়ার পর সেখান থেকে সমারসেটে চলে আসেন। তিনি নভেম্বরের ১ তারিখ থেকে শুরু করে ২০২৬ সাল পুরোটা থাকবেন ইংল্যান্ডের এই ক্লাবটির হয়ে। আর্চি বলেন, “এটা এমন কিছু, যার জন্য আমি কঠিন পরিশ্রম করে এসেছি। এটা এমন কিছু যার জন্য ছোটবেলা থেকে ক্ষুধার্ত ছিলাম আমি।“

সমারসেট ক্লাবের ক্রিকেট পরিচালক অ্যান্ডি হারি বলেন, “আর্চি তরুণ এক ছেলে, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে।“

ড্রেসিং রুমে অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে যোগাযোগ বৃদ্ধি ও শেখার বিষয়কে গুরুত্ব দেবেন আর্চি। তার বাবা ভন অবশ্য পুরো ক্যারিয়ার খেলেছেন ইয়র্কশায়ারের হয়ে। ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত। ঐতিহাসিক অ্যাশেজ জিতেছেন ২০০৫ সালে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

ভারতীয় কোচের আবেদনে নরেন্দ্র মোদি, অমিত শাহ’দের নাম

Published

on

ভারত খুঁজছে প্রধান কোচ। আবেদন এসেছে অনেক। এরমধ্যে নরেন্দ্র মোদি, অমিত শাহ, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি’দের নামও আছে। অবাক লাগছে কি? তেমন লাগলেও আসলে ঘটনা ঘটেছে এমনই। ‘ফেইক’ নাম ব্যবহার করে অনেক আবেদন এসেছে এই পদে। যা প্রকাশ পেয়েছে সম্প্রতি।

তিন হাজারের বেশি আবেদন এসেছে কোচের জন্য। গুগল ফর্মে আবেদন করার ব্যবস্থা রেখেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। গত ১৩ মে থেকে শুরু করে ২৭ মে পর্যন্ত আবেদন করার সময়সীমা ছিল।

বিসিসিআই এর জন্য কাজটা কিছুটা কঠিন হয়ে পড়ে এমন অবস্থায়। যা এর আগেও ঘটেছে। একজন বোর্ড অফিশিয়াল ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানান, “আগের বছরও, বিসিসিআই এই ধরনের ‘ইম্পোসটার’ থেকে আবেদন পেয়েছে এবং এ বছরও একইরকম বিষয়। বিসিসিআই গুগল ফর্মে আবেদনগুলো সংগ্রহ করে, কারন এগুলো পরে যাচাই করতে সহজ হয়।”

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত