Connect with us

ক্রিকেট

‘চিল’ লিটন, জানালেন তামিমের প্রভাব দলে পড়বে না

Avatar of author

Published

on

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝখানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যার ফলে আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে টাইগারদের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসের উপর।

তবে তামিমের এমন আকস্মিক বিদায় না থাকায় দলের পরিবেশে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটার।

শুক্রবার (৭ জুলাই) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক অধিনায়ক ঘোষণার কিছুক্ষণ পরই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন লিটন। এই পরিস্থিতিতে অধিনায়কত্ব নিয়ে কোচ চাপ আছে? প্রশ্ন থামার সঙ্গেই লিটন দাস বলে দিলেন, ‘না ভাইয়া, চিল।’

সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, উনি (তামিম) আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। যদি কোনোভাবে ইনজুরি হতো, আমরা কিন্তু উনাকে ছাড়া খেলতাম। আমার কাছে মনে হয় না, এ রকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু।

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ক্রিকেট

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ বাতিল

Published

on

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে। ডালাসে বৃষ্টি ও আবহাওয়াজনিত কারণে ম্যাচটি খেলা সম্ভব হচ্ছে না। ফলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

দুই দল সদ্য দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে। যেখানে ২-১ এ সিরিজ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এক ম্যাচ জিতেছে কিছুটা স্বস্তি ছিল বাংলাদেশের। তবে সিরিজ হারের পর বেশ সমালোচনার মুখে পড়তে হয় নাজমুল হোসেন শান্ত’র দলকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। যেখানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র- দুই দলই নিজেদের প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে বলে কথা ছিল। এর আগে প্রেইরি ভিউতে সিরিজ শুরুর আগে বেশ ঝড়-বৃষ্টি দেখা যায়। যেখানে দুই দলের সিরিজ শুরু নিয়ে শঙ্কার জায়গা ছিল। তবে শেষ পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দলই আরও একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। যেখানে আগামী ৩০ মে নেপালের বিপক্ষে লড়বে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের বিপক্ষে, জুনের ১ তারিখ।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

সাবেক ইংলিশ অধিনায়কের পুত্র যোগ দিলেন কাউন্টি ক্রিকেটে

Published

on

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভন যুক্ত হয়েছেন সমারসেটের সাথে। এই চুক্তির মাধ্যমে পেশাদার ক্রিকেটের অংশ হলেন আর্চি। টপ অর্ডার ব্যাটার ও অফ স্পিন করে থাকেন তিনি। বয়সটা ১৮ চলছে। এর আগে ২০২০ সালে টনটনের একাডেমির সাথে যুক্ত হন আর্চি।

একাডেমিতে যুক্ত হওয়ার পর সেখান থেকে সমারসেটে চলে আসেন। তিনি নভেম্বরের ১ তারিখ থেকে শুরু করে ২০২৬ সাল পুরোটা থাকবেন ইংল্যান্ডের এই ক্লাবটির হয়ে। আর্চি বলেন, “এটা এমন কিছু, যার জন্য আমি কঠিন পরিশ্রম করে এসেছি। এটা এমন কিছু যার জন্য ছোটবেলা থেকে ক্ষুধার্ত ছিলাম আমি।“

সমারসেট ক্লাবের ক্রিকেট পরিচালক অ্যান্ডি হারি বলেন, “আর্চি তরুণ এক ছেলে, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে।“

ড্রেসিং রুমে অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে যোগাযোগ বৃদ্ধি ও শেখার বিষয়কে গুরুত্ব দেবেন আর্চি। তার বাবা ভন অবশ্য পুরো ক্যারিয়ার খেলেছেন ইয়র্কশায়ারের হয়ে। ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত। ঐতিহাসিক অ্যাশেজ জিতেছেন ২০০৫ সালে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

ভারতীয় কোচের আবেদনে নরেন্দ্র মোদি, অমিত শাহ’দের নাম

Published

on

ভারত খুঁজছে প্রধান কোচ। আবেদন এসেছে অনেক। এরমধ্যে নরেন্দ্র মোদি, অমিত শাহ, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি’দের নামও আছে। অবাক লাগছে কি? তেমন লাগলেও আসলে ঘটনা ঘটেছে এমনই। ‘ফেইক’ নাম ব্যবহার করে অনেক আবেদন এসেছে এই পদে। যা প্রকাশ পেয়েছে সম্প্রতি।

তিন হাজারের বেশি আবেদন এসেছে কোচের জন্য। গুগল ফর্মে আবেদন করার ব্যবস্থা রেখেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। গত ১৩ মে থেকে শুরু করে ২৭ মে পর্যন্ত আবেদন করার সময়সীমা ছিল।

বিসিসিআই এর জন্য কাজটা কিছুটা কঠিন হয়ে পড়ে এমন অবস্থায়। যা এর আগেও ঘটেছে। একজন বোর্ড অফিশিয়াল ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানান, “আগের বছরও, বিসিসিআই এই ধরনের ‘ইম্পোসটার’ থেকে আবেদন পেয়েছে এবং এ বছরও একইরকম বিষয়। বিসিসিআই গুগল ফর্মে আবেদনগুলো সংগ্রহ করে, কারন এগুলো পরে যাচাই করতে সহজ হয়।”

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত