Connect with us

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতে এনআইডি কার্যক্রম উদ্বোধন, প্রবাসীরা পেলো স্মার্টকার্ড

Avatar of author

Published

on

স্মার্টকার্ড

স্মার্টকার্ড পেলো সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (১০ জুলাই) আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রায় অর্ধশত প্রবাসী বাংলাদেশি নাগরিককে স্মার্টকার্ড দেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরসহ প্রবাসী বাংলাদেশিদের নানা শ্রেণিপেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, ‘সোমবার আবুধাবিতে স্মার্টকার্ড দিয়েছি ও বৃহস্পতিবার (১৩ জুলাই) দুবাই বাংলাদেশ কুনস্যুলেটে মোট  শ’ খানেক নাগরিকের হাতে প্রতীকী স্মার্ট কার্ড তুলে দেয়া হবে। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের হাতে স্মার্টকার্ড বিতরণের এ কার্যক্রম মাইলফলক হয়ে থাকবে।’

স্মার্টকার্ড হাতে পাওয়ায়  প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের ভূমিকার প্রশংসা করেন।

১৫ বছর আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময়ই প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি উঠে। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে কে এম নূরুল হুদা কমিশন ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে।

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশন আবার সেই কাজে গতি আনার উদ্যোগ নেয়।

Advertisement

স্মার্টকার্ড

নানা জটিলতা পার হয়ে প্রবাসে বাংলাশিদের এনআইডি সেবা দিতে নিবন্ধন কাজ শুরুর সাড়ে তিন বছরের মাথায় স্মার্টকার্ড বিতরণ শুরু হল। পর্যায়ক্রমে এক বছরের মধ্যে অন্তত ১৫টি দেশে এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

এখন পর্যন্ত এনআইডি পেতে মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মালদ্বীপে থাকা পাঁচ হাজারেও বেশি প্রবাসী নাগরিক আবেদন করেছেন।

ইসি কর্মকর্তারা জানান, সংযুক্ত আরব আমিরাতে কাজ শুরু হলেও অন্তত দুই কারণে স্মার্টকার্ড পেতে ধীরগতি হতে পারে। আমিরাতে চট্টগ্রামের মানুষ বেশি থাকে। তারা বিশেষ এলাকাভুক্ত হওয়ায় স্থানীয়ভাবে যাচাই-বাছাইয়ে বেশি সময় লাগে।

 

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

প্রবাস

বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

Published

on

প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানাই। এতে আপনাদের মান-সম্মান বাড়বে। সেই সঙ্গে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি তরান্বিত হবে। উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

শনিবার (২৫ মে) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩ এবং সিআইপি সংবর্ধনা ২০২১-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির, সিআইপি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, সিআইপিদের সংবর্ধনার পাশাপাশি রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের সম্মাননা দেওয়া নিঃসন্দেহে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় উৎসাহিত করবে।

অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসনের পর দেশে সুরক্ষিত জীবনমান নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার।

Advertisement

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশ সরকারের সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোট ৭৫ ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে নিয়মিতভাবে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের মধ্য থেকে পাঁচটি ক্যাটাগরিতে মোট ৫১ জনকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩ দেয়া হয়।

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

প্রবাস

কারিগরি শিক্ষার ক্ষেত্রে একসাথে কাজ করবে বাংলাদেশ ও সৌদি আরব

Published

on

ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরব যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

রোববার (২৬ মে) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা সৌদি আরবের টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং করপোরেশনের (টিভিটিসি) ভাইস গর্ভনর ড. আবদুল্লাহ আল মারযুক এর সাথে রিয়াদস্থ টিভিটিসি এর প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এই আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময় সভার শুরুতে ভাইস গর্ভনর মিশন উপ-প্রধানসহ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ থেকে আসা প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের উন্নয়ন ও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

টিভিটিসি এর ভাইস গর্ভনর বলেন, ভিশন ২০৩০ কে সামনে রেখে সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে অর্থনৈতিক বৈচিত্র্য আনার জন্য কারিগরি ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।এইক্ষেত্রে ভিশন ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশের দক্ষ জনশক্তির ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে প্রতিনিধি দলকে অবহিত করেন তিনি।

বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল সেন্টারের ওয়ার্কশপ উন্নয়ন, সৌদি আরবে টেকনিক্যাল সেন্টারের মাধ্যমে দেশটিতে কর্মরত জনবলকে যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা, যৌথ গবেষণা, রিসোর্স পার্সনদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের যৌথ সহযোগিতার ক্ষেত্রসমূহের বিষয়ে আলোচনা হয়।

Advertisement

সভায় বাংলাদেশের টেকনিক্যাল সেন্টার ও কলেজসমূহের কার্যক্রম সম্পর্কে ধারণা দিয়ে মিশন উপ-প্রধান সৌদি আরবের সাথে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশে বাংলাদেশ-সৌদি আরব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদপ্রাপ্তদের স্বীকৃতি, কারিকুলাম উন্নয়ন ইত্যাদি বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সৌদি সরকার অনুমোদিত Takamol for Bussiness Services Company এর মধ্যে Skills Verification Programme (SVP) বাস্তবায়ন সংক্রান্ত চুক্তির আওতায় ২৯টি পেশায় বাংলাদেশ হতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সৌদি সরকার প্রদত্ত দক্ষতার সনদ নিয়ে বর্তমানে সৌদি আরবে কাজ করছেন।

ভাইস গভর্নর আলোচনা শেষে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে একটি পৃথক খসড়া প্রস্তাবনা তৈরি করা এবং পরবর্তীতে এমওইউ এর মাধ্যমে কর্মপদ্ধতি নির্ধারণ করার জন্য মতামত প্রদান করেন।

এএম/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

প্রবাস

ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম করলো দুবাই

Published

on

ভ্রমণকারীদের প্রথম পছন্দের জায়গা সংযুক্ত আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই। সম্প্রতি দেশটিতে ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গণমাধ্যম খালিজ টাইমস এর প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়। এছাড়া দেশটিতে ভ্রমণের জন্য আসতে চাইলে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬ হাজার টাকা অথবা ক্রেডিট কার্ড এ সমপরিমাণ যে কোন মুদ্রা থাকা বাধ্যতা মূলক করেছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটির একাধিক ট্রাভেল এজেন্সির এজেন্টরা জানান, ৩ হাজার দিরহাম নগদ অর্থ বা ক্রেডিট কার্ড এ তার সমপরিমাণ যে কোন মুদ্রা থাকা এবং বাসস্থানের ডকুমেন্ট থাকার নিয়মটি আগে থেকেই ছিলো। তবে এর আগে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ততোটা কঠোর নির্দেশনা অনুসরণ না করলেও সাম্প্রতি ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই কঠোর নজরদারি কর্তৃপক্ষের।

প্রসঙ্গত, দুবাইয়ে ভ্রমণকারীদের আর্থিক স্বচ্ছতা, বাসস্থল ও বৈধ সকল ডকুমেন্ট নিশ্চিতের মাধ্যমে যেকোনো সমস্যা এড়াতে কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তা নিয়মাবলি অনুসরণ করতে হবে।

এএম/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত