আর্কাইভ থেকে এশিয়া

শস্য চুক্তিতে ফিরতে চায় রাশিয়া, তবে মানতে হবে শর্ত

শস্য চুক্তিতে ফিরতে চায় রাশিয়া, তবে মানতে হবে  শর্ত
ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তিতে ফেরার জন্য সাত দফা শর্ত দিয়েছে রাশিয়া। এর মধ্যে রাশিয়ার কৃষিপণ্য রপ্তানি ও সংশ্লিষ্ট অবকাঠামোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্ত রয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানাস্কি শুক্রবার একথা বলেছেন। তিনি বলেন, তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থায় সই হওয়া চুক্তিতে ফিরতে প্রস্তুত রয়েছে রাশিয়া তবে একমাত্র শর্ত হচ্ছে- বহুদিন থেকে রাশিয়া যে দাবি করে আসছে তা পূরণ করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় রাশিয়ার এ কূটনৈতিক বলেন, মস্কো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, ইউক্রেন যদি খাদ্যশস্য রপ্তানির সুযোগ পায় তাহলে রাশিয়াকেও কৃষি পণ্য রপ্তানির সুযোগ দিতে হবে। ফলে শস্য চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়াতে কেউ যেন বিস্মিত না হয়। পলিয়ানস্কি জোর দিয়ে বলেন, রাশিয়া এই খাদ্যশস্য রপ্তানি চুক্তির গুরুত্ব অনুধাবন করে এবং সেজন্য এই চুক্তিতে ফিরতে চায়, তবে রাশিয়ার শর্ত পূরণ না হলে তা সম্ভব হবে না। তিনি বলেন, রাশিয়ার শর্ত বাস্তবতার আলোকেই বাস্তবায়ন হতে হবে, শুধু কথার কথা হলে চলবে না। এছাড়া এই সংক্রান্ত সমস্ত আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংককে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আওতায় আনতে হবে। পাশাপাশি আর্থিক লেনদেনের জন্য রাশিয়াকে সুইফট সিস্টেমে যুক্ত করতে হবে। এছাড়া কৃষিখাত সম্পর্কিত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং সার রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এর বাইরে যে সমস্ত জাহাজ কৃষিপণ্য ও যন্ত্রপাতি কিংবা সার রপ্তানির কাজে ব্যবহৃত হবে সে সমস্ত জাহাজকেও নিষেধাজ্ঞার বাইরে রাখতে হবে  

এ সম্পর্কিত আরও পড়ুন শস্য | চুক্তিতে | ফিরতে | চায় | রাশিয়া | মানতে | হবে | | শর্ত