আর্কাইভ থেকে জাতীয়

বৃক্ষরোপণ ও পরিচর্যায় ২২ কোটি টাকা বরাদ্দ ডিএনসিসি’র

বৃক্ষরোপণ ও পরিচর্যায় ২২ কোটি টাকা বরাদ্দ ডিএনসিসি’র
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বৃক্ষরোপণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এসময় বৃক্ষরোপণে ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বনায়ন ও পরিচর্যার জন্য আরও ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে ডিএনসিসি নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘সবুজে বাস বারো মাস’ স্লোগানে পরিকল্পিত বৃক্ষরোপণের মধ্য দিয়ে ঢাকাকে সবুজ শ্যামল নয়নাভিরাম শহরে পরিণত করার কার্যক্রমের উদ্যোগ নেয়া হচ্ছে। বাজেটে বৃক্ষরোপণের জন্য ২০ কোটি টাকা এবং বনায়ন ও পরিচর্যার জন্য ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ডিএনসিসি মেয়র বলেন, ক্লিনিং, গ্রিনিং শুরু ও ফিডিং এই তিনটিকে বিবেচনায় নিয়ে আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানো হবে। ডিএনসিসি এলাকার সব সড়ক বিভাজকে ও ফুটপাতকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে গাছ লাগানো হবে। উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য পাঁচ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে আয় হিসেবে রাজস্ব খাত থেকে ধরা হয়েছে এক হাজার ৮৩০ কোটি ৮৮ লাখ টাকা। অন্যান্য খাতে ১৪ কোটি ৭৫ লাখ টাকা, সরকারি অনুদান (উন্নয়ন সহায়তা) ৫৪ কোটি ১২ লাখ। এছাড়া সাহায্য মঞ্জুরি চার কোটি ৫৭ লাখ টাকা পাশাপাশি সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ধরা হয়েছে দুই হাজার ৩৮৮ কোটি ৪৬ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন বৃক্ষরোপণ | ও | পরিচর্যায় | ২২ | কোটি | টাকা | বরাদ্দ | ডিএনসিসির