লিভারপুলে ফিরমিনহো এবং সালাহর সাথে জুটি গড়ে সম্ভাব্য সব শিরোপা জিতেছে সাদিও মানে। এরপর দেশের মানুষদের কথা এন্ডফিল্ড ছেড়ে বায়ার্ন মিউনিখে নাম লিখেছিলেন। জার্মান ক্লাবটিতে যাবার পরও দুটি শিরোপা জিতেছেন। তবে ইনজুরিতে থাকায় আশানুরূপ দলকে ফল দিতে পারেননি। উল্টো সতীর্থ লিরয় সানের মুখে ঘুষি মেরে হয়েছেন বিতর্কিত।
এসব ঘটনার নাকি মানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন, এমন খবর কয়েক দিন ধরেই জার্মান সংবাদমাধ্যমগুলোয় উঠে আসছে। সৌদি ক্লাব আল নাসরে যোগদানের জন্যও নাকি কথাবার্তা চলছে। তবে জার্মান সংবাদমাধ্যমের এ ধরনের খবরে বেজায় ক্ষেপেছেন সেনেগাল তারকা। বায়ার্নে তাঁর ভবিষ্যৎ নিয়ে এমন সংবাদে তাঁর মনে হচ্ছে, সাংবাদিকেরা প্রতিদিন তাঁকে খুন করহে।
রোববার বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় অনুশীলন করতে এসেছিলেন মানে। সেখানে এক সাংবাদিক বায়ার্ন ছাড়ার ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করতেই বলেন, ‘আপনারা (সাংবাদিকেরা) আমাকে প্রতিদিন খুন করছেন। এখন আবার কথা বলতে চান!’ এ কথা বলেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান মানে।