আর্কাইভ থেকে ঢালিউড

কলকাতায় এসে ফোন হারালেন রাজ

কলকাতায় এসে ফোন হারালেন রাজ
কলকাতার নন্দনে শুরু হয়েছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’-সহ উৎসবে মোট ২৩টি ছবি দেখানো হবে। সেই উপলক্ষে শহরের আনাচকানাচে চোখ রাখলেই দেখা যাচ্ছে ওপার বাংলার বেশ কিছু পরিচিত মুখ। অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া থেকে শুরু করে ফেরদৌস, শরিফুল রাজ— অনেকেই এসেছেন কলকাতায়। শনিবার রাতে সিনেমা দেখতে এসেছিলেন রাজ। এদিকে কলকাতায় এসেই বিপত্তি। নায়ক হারিয়ে ফেলেছেন নিজের ফোন। চারিদিকে হন্যে হয়ে খুঁজেও মেলেনি তার সন্ধান। এই ঘটনার পরেই কার সঙ্গে প্রথম যোগাযোগ করার চেষ্টা করেন রাজ? জানা গেছে, ফোন হারানোর পরেই সহকারীর ফোন থেকে স্ত্রী পরীমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন অভিনেতা। সত্যিই কি তাই? ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার অনলাইনের তরফ থেকে যোগাযোগ করা হয় পরীমণির সঙ্গে। এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন তিনি। সেখান থেকেই রোববার পরীমণি আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ফোন হারিয়ে যাওয়ার পর রাজ অন্যের ফোন থেকে তাকে মেসেজ করেছিলেন। অভিনেত্রী বলেন, “সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।” শনিবার কলকাতায় এসে বেশ কিছু সাক্ষাৎকারে স্ত্রীকে মিস্‌ করার কথাও বলেছেন রাজ। ছেলে রাজ্যের বড় হয়ে ওঠা চাক্ষুষ করতে পারছেন না বলে আফসোসও করেছেন। এ প্রসঙ্গে পরীমণি বলেলেন, “অনেক জায়গায় এই ‘ভালবাসি’ কথাটি শুনেছি। তবে মুখে ভালবাসি বললে তো আর হবে না! কাজেও করে দেখাতে হবে। আমি আর কিছু বলতেই চাই না।” এ অভিনেত্রী আপাতত ব্যস্ত তার ছেলের এক বছরের জন্মদিনের পরিকল্পনা নিয়ে। আগামী ১০ আগস্ট এক বছর বয়স হবে রাজ্যের। তাই অনেক কিছু পরিকল্পনা করছেন পরী। সম্প্রতি ছেলের অসুস্থতাকে কেন্দ্র করে তার মন মোটেই ভাল ছিল না। অবশ্য রাজ্য এখন অনেকটাই সুস্থ। তার জন্মদিনে ছেলেকে নিয়ে বিশেষ পরিকল্পনাও রয়েছে পরীমণির। জানালেন, ছেলের জন্মদিনের পরেই কলকাতায় আসার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি খুব শীঘ্রই কলকাতার ছবিতে দেখা যাবে নায়িকাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন কলকাতায় | এসে | ফোন | হারালেন | রাজ