ফিসু সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার। আগামী ৩ আগস্ট ৩১তম আসরের ১০০ মিটার হার্ডলস ইভেন্টে অংশ নেবেন তিনি। বাংলাদেশ থেকে তামান্না আক্তার ছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী জহির রায়হান অংশগ্রহণ করছেন। ইতোমধ্যে তারা চীনেও পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। অলিম্পিকের পর এটিই বিশ্বের দ্বিতীয় বড় আসর বলেও জানিয়েছেন তিনি।
জানা গেছে, চীনের ছ্যংতু শহরে গত শুক্রবার শুরু হয়েছে ৩১তম ফিসু সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। এর আগে কোভিড মহামারির কারণে দুবার স্থগিত হয় এই আসর। এবার দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী শহর ছ্যংতুতে ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এ গেমস। এ বছর চীনের ছ্যংতু ইউনিভার্সিটিতে প্রায় ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১৩ হাজার ক্রীড়াবিদ ১৮টি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করবেন। ৪৯টি ভেন্যুতে ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে তামান্না আক্তার ছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী জহির রায়হান অংশগ্রহণ করছেন।
শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান বলেন, তামান্না আক্তার বাংলাদেশের জাতীয় পতাকা বিশ্বের দরবারে তুলে ধরছে। এটা দেশের এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। অনুমতি সহ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
প্রসঙ্গত, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে গত আসরে একজন পুরুষ ও একজন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন।