পুলিশ লাইন্স পুকুরে ৪০০ কেজি রুই-কাতলার পোনা অবমুক্ত

রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩” উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।

এ কর্মসূচিতে পুলিশ লাইন্স পুকুরে রুই, কাতলা, মৃগেল ও কালবাউস জাতীয় মাছের ৪০০ কেজি পোনা অবমুক্ত করেন ডিএমপি কমিশনার।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মো. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বি এম মোস্তফা কামাল, জেলা মৎস কর্মকর্তা (রিজার্ভ) উম্মে কুলসুম ফেরদৌসী, সিনিয়র সহকারী পরিচালক ড. আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন।

Recommended For You

Leave a Reply