অ্যান্টিবায়োটিক ওষুধ ‘ন্যাপ্রোক্সেন প্লাস’ নিষিদ্ধ

মানহীন হওয়ায় দেশে উৎপাদিত ‘ন্যাপ্রোক্সেন প্লাস’অ্যান্টিবায়োটিক ওষুধ নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে ওষুধটি উৎপাদন, বিক্রি, মজুত করা যাবে না।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চলতি বছরের ২২ মে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি এই ওষুধকে মানহীন ঘোষণা করে।

নিষিদ্ধ এই অ্যান্টিবায়োটিক ওষুধ ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন করে আসছে জেনিথ ফার্মা। এ নিয়ে গত পাঁচ জুন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। জেনিথ ফার্মা নোটিশের যে জবাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানান রিট পক্ষের আইনজীবী।

আদালত জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ন্যাপ্রোক্সেন প্লাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করেন। ওষুধটি বাজার থেকে প্রত্যাহার করার জন্য জেনিথ ফার্মাকে নির্দেশও দেওয়া হয়।

Recommended For You

Leave a Reply