আর্কাইভ থেকে ফুটবল

মেসি-ডি ব্রুইনা নয়, হলান্ডই উয়েফার বর্ষসেরা

মেসি-ডি ব্রুইনা নয়, হলান্ডই উয়েফার বর্ষসেরা
স্এপবারের উয়েফা বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইনা ও আর্লিং হলান্ড । মেসি-ডি ব্রুইনাকে পিছনে ফেলে এই সম্মাননা জিতলেন হলান্ড। নরওয়ের প্রথম ফুটবলার হিসাবে উয়েফার বর্ষসেরা হলেন তিনি। মোনাকোর গ্রিমালদি ফোরামে আজ হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। এরপর সেখানেই হয় উয়েফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। হলান্ডের হাতে সেরা ফুটবলারের ট্রফি তুলে দেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। ম্যানসিটির হয়ে ২০২২-২৩ মৌসুমটা দারুণ কেটেছে হলান্ডের। ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক মৌসুমেই ট্রেবল ( চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও এফ কাপ) জয়ের কীর্তি গড়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৫২ গোল করেছেন। ট্রফি হাতে নিয়ে ২৩ বছর বয়সী হলান্ড বলেন, ‘উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হতে পেরে সম্মানিত বোধ করছি। ইউরোপজুড়ে অসাধারণ প্রতিভার ছড়াছড়ি, তাঁদের যে কেউ এটা জিততে পারতেন। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের কাছে সত্যিই কৃতজ্ঞ।’

এ সম্পর্কিত আরও পড়ুন মেসিডি | ব্রুইনা | হলান্ডই | উয়েফার | বর্ষসেরা