Connect with us

ক্রিকেট

সাকিবের নেতৃত্ব নিয়ে সমালোচনা করলেন রমিজ রাজা

Avatar of author

Published

on

২০১০ ও ২০২২ সালে এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৩ এশিয়া কাপের আগে তামিম ইকবাল দায়িত্ব ছেড়ে দেওয়ায় আবারও এশিয়া কাপের অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে সাকিবের উপর।

তবে হতাশার বিষয় হলো, বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বে এশিয়া কাপে এখনো পর্যন্ত কোনো জয় পায়নি বাংলাদেশ। সবশেষ গতকাল এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে। এবার বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা।

সাকিবের অধিনায়কত্ব ভালো লাগেনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব যখন বললেন যে লিটন ও তামিম নেই তখন আমার ভালো লাগেনি। এটা বলা উচিৎ নয়। কারণ এমন মন্তব্যের পর সব দলই ভেঙে পড়ে। তারা মনে করে, আমাদের ওপর ভরসা নেই, আমাদের স্কিলের ওপর অধিনায়কের ভরসা নেই, আমাদের গোনায় ধরছেন না এবং তার চোখে আমরা ম্যাচ উইনার নই।’

অধিনায়ক হিসেবে দলের মানসিকতা ভালো অবস্থায় রাখাও দায়িত্ব বলে মনে করেন রমিজ রাজা। তিনি বলেন, ‘আপনাকে কৌশলগত ও বিশ্লেষণগতভাবে এই হারের কারণ বের করতে হবে। দ্রুত এর সমাধান করতে হবে। কারণ বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো ম্যাচ জিতেছে। বাংলাদেশকে হারিয়েছে। তাই সাকিবের জন্য গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা এবং এই হার থেকে শেখা। কারণ এটা কঠিন উইকেট ছিল।’

 

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ক্রিকেট

সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে আফগানরা

Published

on

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী সেপ্টেম্বরে একটি টেস্ট খেলবে আফগানিস্তান। এরমধ্যে সূচি ঘোষণা হয়েছে। ভারতের গ্রেটার নইডাতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো এই দুই দল সাদা পোশাকে মুখোমুখি হতে যাচ্ছে।

আফগানিস্তানের জন্য এই ম্যাচটি দশম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। চলতি বছরে ৩ নম্বর টেস্ট খেলতে যাচ্ছে আফগানরা। যা এক ক্যালেন্ডার বছরে তাদের জন্য সর্বোচ্চ।

আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানা যায়। নিউজিল্যান্ড সহ; ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো টেস্ট খেলা হয়নি আফগানদের। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলার কথা থাকলেও, অজিরা তা স্থগিত করে।

চলতি বছরে খেলা দুই টেস্টের দু’টিতেই হেরেছে আফগানরা। যেখানে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল তারা। গত বছর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচেও পরাজয়ের তিক্ত স্বাদ পায় দলটি।

সাদা পোশাকে সবশেষ ২০২১ সালের মার্চে জিম্বাবুয়ে দলকে হারিয়েছে আফগানিস্তান। এখন পর্যন্ত খেলা ৯ টেস্টের ৬ টি’তে পরাজয় এবং ৩ টি’তে জয় পায় আফগানরা।

Advertisement

এম এইচ//

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

পাকিস্তানের হয়ে আর খেলতে আগ্রহী নন মালিক

Published

on

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগ্রহ হারিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। দুই সংস্করণ থেকে এরমধ্যে অবসর নিয়েছেন তিনি। পাকিস্তানের এক স্পোর্টস ওয়েবসাইটে সাক্ষাৎকার দিয়েছেন মালিক।

মালিক সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ‘এত বছর ধরে খেলার পর আমি বেশ খুশি ও সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে খেলতে আমি আর আগ্রহী নই।’

তিনি আরও বলেন, ‘আমি এরমধ্যে দু’টি সংস্করণ থেকে অবসর নিয়েছি। আমি লিগ ক্রিকেট খেলি এবং নিজের সময় উপভোগ করি। যেখানেই আমার খেলার সুযোগ আসবে, আমি চেষ্টা করবো সেটা গ্রহণ করতে।’

পাকিস্তানের বর্তমান দল ও বাবর আজমের অধিনায়কত্ব প্রসঙ্গেও কথা তুলেছেন মালিক। এই অলরাউন্ডার মনে করেন, বাবরের শুধু খেলোয়াড় হিসেবেই খেলা উচিত। অধিনায়কের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখলে বাবর মাঠে আরও বেশি মনোযোগী হয়ে উঠতে পারবে বলে বিশ্বাস মালিকের।

পাকিস্তানের হয়ে ৩৫ টি টেস্ট, ২৮৭ টি ওডিআই ও ১২৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মালিক। দেশের হয়ে ১৯৯৯ সালে আন্তর্জাতিক অভিষেক হয় তার। তিন সংস্করণ মিলিয়ে তিনি ১১ হাজার রান সংগ্রহ করেছেন এবং বল হাতে ২১৮ উইকেট নিয়েছেন।

Advertisement

এম এইচ//

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বাংলাদেশের বিদায়, ফাইনালে ভারত

Published

on

সেমিফাইনালে ভারতের কাছে একেবারেই পাত্তা পেল না বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কার ডাম্বুলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যদিও ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ। আর সেই লক্ষ্যমাত্রা পেরোতে বিনা উইকেটে ম্যাচটি জিতে নেয় ভারত।

ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার ব্যাটে ভর করে ১০ উইকেটে ম্যাচ জিতলো দলটি।

১১তম ওভারের শেষ ৩ বলে ৩ টি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন মান্ধানা। আর এই তিন চারের দ্বিতীয়টিতে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে নেন এই ওপেনার। মান্ধানা অপরাজিত ছিলেন ৩৯ বলে ৫৫ রানে। অন্যদিকে শেফালি ২৮ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। দিলারা আক্তার ফিরে যান ৬ রান করে। রেনুকা সিংয়ের পরের ওভারে আরও এক উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রমাগত উইকেট হারিয়ে গেছে তারা।

কেবলমাত্র একপাশ আগলে ছিলেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। তার ব্যাটে আসে ৫১ বলে ৩২ রান। আরেক ব্যাটার স্বর্ণা আক্তারের ব্যাটে আসে ১৮ বলে ১৯ রান।

Advertisement

ভারতীয় বোলারদের পক্ষে রেনুকা সিং ও রাধা যাদব উভয়ই ৩ টি করে উইকেট নিয়েছেন।

এম এইচ//

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত