আর্কাইভ থেকে বিএনপি

নির্বাচন নিয়ে জার্মান কূটনীতিককে যা জানাল বিএনপি

নির্বাচন নিয়ে জার্মান কূটনীতিককে যা জানাল বিএনপি
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যান জ্যানোস্কি। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে বৈঠক করেন তারা। বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে জার্মান দূতাবাসের প্রতিনিধিকে সাফ জানানো হয়েছে।’ তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, এই বিষয়ে সবার উদ্বেগ রয়েছে। কীভাবে নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের করা যায়। আমরা জানিয়েছি আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু সম্ভব নয়, তাদের অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। সরকারের অধীনে নির্বাচন ভোট চুরির আরেকটি প্রকল্প ছাড়া কিছুই হবে না।’ তিনি আরো বলেন, সবাই নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চায়। তবে এটি কোন প্রক্রিয়ায় হবে, তা আমাদের ঠিক করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক সম্ভব নয়, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনায় জানিয়েছি। এছাড়া জার্মান কূটনীতিকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চেয়েছেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচন | নিয়ে | জার্মান | কূটনীতিককে | জানাল | বিএনপি