আর্কাইভ থেকে দেশজুড়ে

ডাকাত সন্দেহে চোখ তুলে ফেলার চেষ্টা

ডাকাত সন্দেহে চোখ তুলে ফেলার চেষ্টা
ডাকাত সন্দেহে দাদন হাওলাদার (৫০) ও সোহরাব হাওলাদার (৪৫) নামে দুইজনকে গণপিটুনি দিয়ে তাদের চোখ তুলে ফেলার চেষ্টা করেছেন স্থানীয়রা। এতে করে তারা গুরুতর আহত হন। রোববার (১ অক্টোবর) ভোরে মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনির মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়ির উঠানে ১০/১২ জন মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত জড়ো হন। বিষয়টি আশেপাশের লোকজন টের পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করেন। পরে ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ডাকাতরা। বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ডাকাত সন্দেহে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে আটক করেন স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে দুজনের চোখ তুলে ফেলার চেষ্টা করেন। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান। কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুল ইসলাম বলেন, দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাদের চোখে গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ডাকাত | সন্দেহে | চোখ | তুলে | ফেলার | চেষ্টা