আর্কাইভ থেকে বাংলাদেশ

আসছেন এ আর রহমান, নিশ্চিত করেছে বিসিবি

আসছেন এ আর  রহমান, নিশ্চিত  করেছে  বিসিবি

আগের সূচিতে ২০২০ সালের ১৮ মার্চ ভারতের কিংবদন্তি সংগীতজ্ঞ এ আর রহমানের কনসার্ট হওয়ার কথা ছিলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। কিন্তু করোনাভাইরাসের থাবায় সব ভেস্তে যায়। আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে ‘মুজিব হান্ড্রেড কাপ’ করা সম্ভব না হলেও কনসার্টটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৯ মার্চ মিরপুরেই হবে এ আর রহমানের কনসার্ট। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

দেরিতে হলেও আলোর মুখ দেখছে কনসার্টটি। এখানে শুধু এ আর রহমান নন, বাংলাদেশের শীর্ষ কয়েকজন সংগীত তারকারও উপস্থিত থাকবেন। এর আগেও বিসিবি এ আর রহমানকে এনেছিলো। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন তিনি।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ দুটি হওয়ার কথা ছিলো ২০২০ সালের ২১ ও ২২ মার্চ। খেলোয়াড়ের তালিকাও প্রায় চূড়ান্ত করে করা হয়েছিলো। স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তানের খেলোয়াড়দের নিয়ে এশিয়া একাদশ গঠন করার কথা শোনা গিয়েছিলো। 

ভারতীয় দল থেকে সম্ভাব্যদের মধ্যে ছিলেন লোকেশ রাহুল, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, কুলদীপ যাদব ও মোহাম্মদ সামি। এছাড়া থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের খেলার কথা ছিল।

বিপরীতে বিশ্ব একাদশে সম্ভাব্য হিসেবে নাম ছিল- কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কট্রেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, অ্যালেক্স হেলস, ফাফ ডু প্লেসি, লুঙ্গি এনগিদি, অ্যান্ড্রু টাই ও মিচেল ম্যাকক্লেনাগানের।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন আসছেন | এ | আর | | রহমান | নিশ্চিত | | করেছে | | বিসিবি