আর্কাইভ থেকে ক্রিকেট

পরিবার এবং বন্ধুদের পাশে চাইলেন নেইমার

পরিবার এবং বন্ধুদের পাশে চাইলেন নেইমার
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪৪ মিনিটে চোট পেয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমার জুনিয়রের।  এই চোটের জন্য আবারও অস্ত্রোপচার করাতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা যে প্রতিবেদন প্রকাশ করেছে অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সেরে উঠতে ৭ থেকে ৮ মাস সময় লাগবে।  হাঁটুর স্ক্যান রিপোর্ট হাতে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃসংবাদ দিয়েছেন নেইমার। পাশে চেয়েছেন পরিবার ও বন্ধুদের, ‘এটা খুবই বেদনার মুহূর্ত, সবচেয়ে বাজে। আমি জানি আমি শক্তিশালী। কিন্তু এবার আমার পরিবার এবং বন্ধুদের বড্ড প্রয়োজন। চোট ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। ‘ নেইমার আরও লেখেন, ‘একবার কল্পনা করুন, সেরে উঠতে ৪ মাস সময় লাগার পর আবার এটির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে আমার বিশ্বাস আছে। সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছি, যাতে তিনি আমাকে নতুন জীবন দান করতে পারেন। আমাকে সমর্থন জানিয়ে এবং সুস্থতা কামনায় বার্তা পাঠানোয় ধন্যবাদ।’ নেইমারের সেই পোস্ট শেয়ার করে দ্রুত সুস্থতা কামনা করেছ তাঁর ক্লাব আল হিলাল। আর ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের স্ট্রাইকারের (নেইমার) অস্ত্রোপচার করাতে হবে। তবে দিন-তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। ব্রাজিল জাতীয় দল ও আল হিলালের চিকিৎসা বিভাগ নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাঁকে সেরে তুলতে একসঙ্গে কাজ করে যাচ্ছে।’    

এ সম্পর্কিত আরও পড়ুন পরিবার | বন্ধুদের | পাশে | চাইলেন | নেইমার