আর্কাইভ থেকে ক্রিকেট

প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় স্বাগতিক ভারত

প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় স্বাগতিক ভারত
শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে চায় স্বাগতিক ভারত। টুর্নামেন্টের গতি প্রকৃতি অনুযায়ী স্বাগতিক ভারতের সেমিফাইনাল  খেলা  নিশ্চিত বলাই চলে। তবে কাগজ-কলমের  হিসেব অনুযায়ী   আজ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী হয়েই সেমির  টিকিট নিশ্চিত করতে চায় টানা ছয় ম্যাচে জয় পাওয়া ও টুর্নামেন্টের  এখন পর্যন্ত অপরাজিত  টিম ইন্ডিয়া। পক্ষান্তরে সেমির আশা বাঁচিয়ে রাখতে ভারতের জয়রথ থামাতে চায় শ্রীলঙ্কা। মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওবে ম্যাচটি। ঘরের মাঠে বিশ্বকাপে প্রথম ছয় ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। এ অবস্থায় কাগজে-কলমে আর মাত্র ১টি ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ভারতের। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে কাল হারলেও সেমিতে উঠার ভালো সুযোগ থাকবে ভারতের। তখন লিগ পর্বে শেষ দুই ম্যাচের ১টিতে জিতলেই চলবে টিম ইন্ডিয়ার। শ্রীলঙ্কা ছাড়া ভারতের অন্য দু’টি ম্যাচ হলো দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে। যদি বাকী তিন ম্যাচেও হেরে যায় ভারত, তখন আফগানিস্তানকে বাকী তিন ম্যাচের মধ্যে ১টিতে হারতে হবে। আর যদি ভারত সব ম্যাচ হারে এবং আফগানরা বাকী সব ম্যাচ জিতে যায়, তখন রান রেটের হিসাব-নিকাশে কষতে হবে ভারতকে। আবার যদি বর্তমানে টেবিলের শীর্ষ চারের মধ্যে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ভারতকে টপকাতে না পারে সেক্ষেত্রে রান রেট সমীকরণ ছাড়াই সেমিতে খেলবে রোহিত শর্মার দল। বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম তিন ম্যাচেই হেরে যায় তারা। কিন্তু চতুর্থ ও পঞ্চম ম্যাচে জিতে দারুনভাবে সেমির লড়াইয়ে ফিরে লংকানরা। তবে সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটের হার শ্রীলঙ্কাকে আবারও চাপে ফেলে দিয়েছে। আফগানদের বিপক্ষে ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও ২৪১ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। এরপর আফগানিস্তানের দায়িত্বশীল ব্যাটিং শ্রীলঙ্কাকে আবারও হারের বৃত্তে ঠেলে দেয়। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে শ্রীলঙ্কা। সেমির দৌঁড়ে ভালোভাবে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে লংকানদের। আর হেরে গেলে সেমির পথ অনেকটাই ফিকে হয়ে যাবে শ্রীলঙ্কার। তখন লিগ পর্বের শেষ দুই ম্যাচ তো জিততেই হবে, সেই সাথে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া-পাকিস্তান ও আফগানিস্তানের হার কামনা করতে হবে লংকানদের। এখন পর্যন্ত ওয়ানডেতে ১৬৭ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। জয়ের পাল্লা ভারী ভারতেরই। ৯৮ ম্যাচে জিতেছে ভারত। শ্রীলঙ্কার জয় ৫৭টিতে। ১টি ম্যাচ টাই ও ১১টি পরিত্যক্ত হয়েছে। বিশ^কাপ মঞ্চে সমান অবস্থায় আছে ভারত ও শ্রীলঙ্কা। ৯বারের লড়াইয়ে সমান ৪বার করে জিতেছে দু’দল। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে শেষবারের মত ওয়ানডেতে মুখোমুখি হয়েছিলো ভারত- শ্রীলঙ্কা। ফাইনালের সেই ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ১০ উইকেটের জয় পেয়েছিলো ভারত। শিরোপা নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৫০ রানে অলআউট হয়েছিলো শ্রীলঙ্কা।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রথম | দল | হিসেবে | সেমিফাইনাল | নিশ্চিত | করতে | চায় | স্বাগতিক | ভারত