আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে কথা বললেন তামিম

বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে কথা বললেন তামিম
চলতি বিশ্বকাপে ১০ দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবার আগে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগার ক্রিকেটারদের এমন ব্যর্থতায় লাইমলাইটে থাকা ক্রিকেটারদের নিয়ে হচ্ছে না সমালোচনা। তবে ক্রিকেটারদের এমন দুঃসময়ে পাশে দাঁড়ালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা থাকলেও শেষ সময়ে এসে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া দেশসেরা এই ওপেনার বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বলেন, 'ক্রিকেট এমন একটা জিনিস যেটা মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এতো আবেগি যে, যখন ভালো হয় না আমাদের মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন আমাদের মনে হয় সব জয় করে নিয়েছি। এখন আমরা একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি।' তামিম আরও বলেন, 'একটু চিন্তা করেন ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ।' জাতীয় দলে আবারও ফেরা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়ে তামিম বলেন, ‘জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি তাহলে সেইম। দোয়া করবেন আমার জন্য।'  

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপে | বাংলাদেশের | ব্যর্থতা | নিয়ে | কথা | তামিম