খেলাধুলা

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কঠিন অবস্থানে পিসিবি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের খেলোয়াড়দের ব্যাপারে আরও বেশি সচেতন হয়ে উঠছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিছুটা কঠোর অবস্থানে যাচ্ছে তারা। পিসিবি একটি ফিটনেস টেস্টের আয়োজন করবে। যে ফিটনেস টেস্টে উতরাতে পারলে তারা পরের ১২ মাসের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হবে।

ফিটনেস টেস্ট চলবে ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। টেস্ট চলাকালীন সময়ে তদারকির দায়িত্বে থাকবেন পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন এবং দলের ট্রেইনাররা।

ফিটনেস টেস্ট শেষ হলে পাকিস্তানের খেলোয়াড়েরা ফয়সালাবাদের উদ্দেশ্যে রওনা দেবে। যেখানে চ্যাম্পিয়নস কাপ খেলবে ক্রিকেটাররা।

পিসিবির সূত্র ভারতীয় গণমাধ্যম পিটিআই’কে ফিটনেস টেস্টের বিষয়টি জানিয়েছে। যেখানে সূত্র জানিয়েছে, কোন ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে থাকবে, তা ঠিক করবে তাদের ফিটনেস পরীক্ষার ফলাফল। শুধু ফিটনেস পরীক্ষা নয়, একইসঙ্গে পারফরম্যান্সকেও দেয়া হবে গুরুত্ব। পাকিস্তানের দুই কোচ গ্যারি কার্স্টেন ও জেসন গিলেস্পি জানিয়েছেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে ফিটনেস হবে প্রথম শর্ত।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটে, দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে পরাজিত হয় পাকিস্তান।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ক্রিকেটারদের | ফিটনেস | নিয়ে | কঠিন | অবস্থানে | পিসিবি