আর্কাইভ থেকে আবহাওয়া

সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
আগামী সাত দিনের মধ্যে বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বললেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী সাত দিনের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল (পলাশ) বলেন, বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ও অনুকূল পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলে আঘাত করার সম্ভাবনা বেশি। উপকূলে আঘাতের সম্ভব্য সময় ডিসেম্বর মাসের ১ থেকে ৩ তারিখ। গবেষক মোস্তফা কামাল বলেন, ‘টেকনাফ-সেন্ট মার্টিন নৌযান চলাচল বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর। ২৮ নভেম্বরের পরে মাছ ধরার ট্রলার সমুদ্রে থাকলে ডুবে গিয়ে জেলেদের মৃত্যুর আশঙ্কা রয়েছে।’ তিনি বলেন, জমিতে পাকা, আমন ধান থাকলে ৩০ নভেম্বরের মধ্যে ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, কৃষকদের শীতকালীন শাক-সবজির ক্ষেত থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখাতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন সাগরে | লঘুচাপ | রূপ | নিতে | পারে | ঘূর্ণিঝড়ে