আবহাওয়া

ফের বন্যায় প্লাবিত হতে পারে যেসব জেলা

বায়ান্ন আবহাওয়া প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চলমান বন্যা পরিস্থিতির রেশ কেটে ওঠার আগেই নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চলতি মাসের শেষে বন্যার সম্ভাবনা রয়েছে।  তবে এই বন্যা স্বল্পমেয়াদি হতে পারে ।

দেশের উত্তর-পূর্ব অঞ্চলে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, নওগাঁ এবং দিনাজপুর জেলা নতুন করে প্লাবিত হতে পারে।

আবহাওয়াবিদ আবদুর রহমান জানিয়েছেন, দেশের উত্তর ও পূর্বাঞ্চলে, বিশেষ করে কুমিল্লা ও ফেনী অঞ্চলে এই বন্যা হতে পারে।  তবে, এবারের বন্যা তেমন বড় হওয়ার সম্ভাবনা কম।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেছেন, আকস্মিক বন্যার সঠিক পূর্বাভাস তিন দিন আগে দেয়া সম্ভব। তেমন বড় ঝুঁকি নেই।

গেল মাসে পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দেশের ১১টি জেলায় ভয়াবহ বন্যা হয়।  ক্ষতিগ্রস্ত হয়েছে  ৫০ লাখেরও বেশি মানুষ। 

বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম জানিয়েছেন, বন্যার ক্ষয়ক্ষতি কমাতে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতির পাশাপাশি দীর্ঘমেয়াদে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। নদীর পানি দ্রুত নামাতে নদী খনন ও খালের সাথে কানেক্টিভিটি রক্ষা করতে হবে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন বন্যা | প্লাবিত