দেশজুড়ে

বেড়ি বাঁধ ভেঙ্গে হাওরে ঢুকছে নদীর পানি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের কুশিয়ার নদীর  র্তীরবতি উপজেলা জগন্নাথপুর, দিরাই ও শাল্লার কিছু কিছু স্থানে বেড়ি বাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করতেছে। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (২ জুন) সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এতে বন্যার কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান,  সুনামগঞ্জের কুশিয়ারা, সুরমা, রক্তি, যাদুকাটাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।  গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ২৫ মিলিমিটার। ফলে শহরের ষোলঘর পয়েন্ট দিয়ে সুরমা নদীর পানি ৬ দশমিক ৮৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ৯৪ সেন্টার নিচে।

 এ পাউবো কর্মকর্তা আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টায় উজানে হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও জেলার হাওরগুলোতে পানি ধারণ ক্ষমতা থাকায় নদ-নদীর পানিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা নেই

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সুনামগঞ্জ