পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২ জুন) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পশুর হাটের বেচা কেনা বন্ধ করে দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতিত কলাপড়া-কুয়াকাটা মহাসড়ক দখল করে সপ্তাহের সোমবার এ হাটটি বসিয়ে আসছিলো প্রভাবশালীরা। হাটটি ইজারাভুক্ত না হওয়া এবং সরকার রাজস্ব না পাওয়ায়, এটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান ইয়াসিন সাদীক।
এছাড়া কোথাও প্রভাব খাটিয়ে অবৈধভাবে হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথাও জানান তিনি।
আই/এ