সাংবাদিকদের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও বক্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা।
আজ শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান এই অভিনেত্রী। অভিনয়শিল্পী সংঘ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করেন তিশা।
ঘটনার সূত্রপাত তিশার আত্মহত্যার চেষ্টার খবর চাউর হওয়ার পর থেকে। সেসময় সংবাদকর্মীদের এক হাত নেন তিশা। মুশফিক আর ফারহানের সঙ্গে তার প্রেম সম্পর্কে কোনো সাংবাদিক প্রশ্ন করলে তাকে উড়িয়ে ফেলার হুমকি দেন তিনি। পরে ডিবি কার্যালয়েও তামিমকে নিয়ে অপেশাদার বক্তব্য দেন এ অভিনেত্রী।
বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে তানজিন তিশা বলেন, আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমি অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম দু-একটি নিউজ পোর্টাল আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করেছে।
তিনি আরও বলেন, আমাদের মাঝে সকল ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আমি পুলিশের কাছে যে অভিযোগ করেছি সেটাও তুলে নিচ্ছি। যারা আমার ও আমার পরিবারকে ঘিরে অসত্য লেখা প্রকাশ করেছেন তারাও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং লেখাগুলো সরিয়ে নেবেন বলে আমি প্রত্যাশা করি। আমি আরও চাই যারা মূলধারার সাংবাদিক আছেন তারা আমার পাশে এসে দাঁড়াবেন, শিল্পীদের সহযোগিতা করবেন এবং যারা অসত্য নিউজ করেন তাদের প্রতিহত করবেন।