তথ্য-প্রযুক্তি

অ্যাপল ব্যবহারকারীদের জন্য নতুন এআই সুবিধা

তথ্য-প্রযুক্তি ডেস্ক

ছবি: সংগৃহীত

অ্যাপল অবশেষে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি “অ্যাপল ইন্টেলিজেন্স” উন্মোচন করেছে। চার মাস আগে ডেভেলপার সম্মেলনে অ্যাপল প্রধান টিম কুক এই সুবিধার কথা সবার সামনে জানিয়েছিলেন। এখন অ্যাপল ব্যবহারকারীদের কাছে এই সুবিধা পৌঁছে গেছে।

অ্যাপল ইন্টেলিজেন্স মূলত মেশিন লার্নিংয়ের মাধ্যমে ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে সহজ ও দ্রুততর করবে। এটি ব্যবহারকারীর কাজের ধরন বুঝে নেয় এবং সেই অনুযায়ী লেখালেখি ও যোগাযোগে সহায়তা করে।  

সিরির সাথে সংযুক্ত করে এর কার্যকারিতা আরও শক্তিশালী করা হয়েছে।  এর ফলে আরও দ্রুত এবং সঠিক নির্দেশনা পাওয়া যাবে।

এই সুবিধা সব আইফোনে পাওয়া যাবে না।  অ্যাপল জানিয়েছে, শুধুমাত্র আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সে এই ফিচার ব্যবহারের সুযোগ মিলবে। এর পাশাপাশি আগের মডেলের আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সেও অ্যাপল ইন্টেলিজেন্স চালু করা যাবে। এছাড়া এম১ চিপ যুক্ত আইপ্যাড এবং নতুন ম্যাকওএস চালিত ম্যাক কম্পিউটারেও এই সুবিধা পাওয়া যাবে।

অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারকারীদের জীবনকে আরও স্মার্ট ও সহজ করার লক্ষ্য নিয়ে এসেছে, যেখানে প্রযুক্তি এখন ব্যবহারকারীর প্রতিদিনের প্রয়োজনগুলো পূরণে আরও বেশি সহযোগী হবে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন অ্যাপল | কৃত্রিম বুদ্ধিমত্তা | অ্যাপল ইন্টেলিজেন্স