আর্কাইভ থেকে দেশজুড়ে

বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবে ২ শ্রমিকের মৃত্যু

বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবে ২ শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর এলাকার রক্তি নদীতে একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় বালুভর্তি একটি ছোট বারকি নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, তাহিরপুরের যাদুকাটা নদী থেকে বালু-পাথর নিয়ে বাল্কহেডগুলো রক্তি নদী হয়ে দেশের বিভিন্ন এলাকায় যায়। আবার ছোট ছোট বারকি নৌকায় করে স্থানীয় শ্রমিকেরাও বালু-পাথর পরিবহন করেন নদীতে। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রক্তি নদীর আনোয়ারপুর এলাকায় এটি বাল্কহেডের ধাক্কায় একটড বারকি নৌকা ডুবে যায়। এতে এলাকার চিকসা গ্রামের নুরুল আমিন (২৫)ও সামায়ুন কবির (২৭) নিখোঁজ হন। আহত হন একই গ্রামের আবদুল ওয়াহিদ (৪৮), আবদুল আব্দুল ওদুদ (৪৩), মনির মিয়া (২৬) আহত হন। এর মধ্যে আবদুল ওয়াহিদকে সিলেট এম এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথিমক চিকিৎসা নিয়েছেন। আজ সকালে নিখোঁজ শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকসাগ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক ফজলুল করিম জানান, বাল্কহেডটি দ্রত গতিতে এসে বারকি নৌকার ওপরে উঠে যায়। রাতে স্থানীয় লোকজন নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করেও পাননি। আজ সকালে নিখোঁজ শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহত শ্রমিকেরা খুবই দরিদ্র। ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সকালে পুলিশ নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন বালুভর্তি | বাল্কহেডের | ধাক্কায় | নৌকাডুবে | ২ | শ্রমিকের | মৃত্যু