আর্কাইভ থেকে ক্রিকেট

মেসির সঙ্গে কথাকাটাকাটির পর রদ্রিগো এখন ‘রদ্রি–গোল’

মেসির সঙ্গে কথাকাটাকাটির পর রদ্রিগো এখন ‘রদ্রি–গোল’
লা লিগায় প্রথম ১২ ম্যাচ খেলে রদ্রিগোর গোল ও অ্যসিস্ট ছিলো মাত্র ১ টি করে।  চ্যাম্পিয়নস লিগেও প্রথম দুই ম্যাচেও কোন গোলের পাশে ছিল না তার নাম।  মাঠে বাজে সময় কাটানোয় রদ্রিগো ছিলেন অনেক চাপে, সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে সহ্য করতে হয়েছে ট্রোল, শুনতে হয়েছে ওভাররেটেডের তকমা। তবে এসব চাপ কাটিয়ে রীতিমতো অপ্রতিরোধ্য গতিতে উড়ছেন তিনি। লা লিগায় শেষ ৩ ম্যাচে করে ফেলেছেন ৫ গোল সেই সাথে অ্যাসিস্টের সংখ্যা ৩ টি।  আর সব মিলিয়ে শেষ ৫ ম্যাচে তার ৭ গোল ও অ্যসিস্ট ৪টি। এর মাঝেই জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে করেছিলেন এক বিতর্কিত কর্মকাণ্ড।  ব্রাজিল-আর্জেন্টিনার উত্তপ্ত লড়াইয়ে লিওনেল মেসির সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি।  যেই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী আক্রমণেরও শিকার হন এই তরুণ ফুটবলার। আর এই ঘটনা যেন আরও তাতিয়ে দিয়েছে রদ্রিগোকে।  আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর হয়ে উঠেছেন আরও অপ্রতিরোধ্য।  জাতীয় দল থেকে ফিরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩ ম্যাচে রদ্রিগো করেছেন ৪ গোল।  আর অ্যাসিস্ট  ১টি। আর এমন উড়ন্ত পারফর্ম করার পর রদ্রিগোর সতীর্থরা পালটে ফেলেছেন তার নাম।  রদ্রিগো থেকে  তাঁকে ডাকছে ‘রদ্রি-গোল’ নামে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে রদ্রিগোর করা গোল উদযাপনের ছবিতে আন্তেনিও রুডিগার লিখেছেন, ‘রদ্রি-গোল’ আর জুড বেলিংহাম লিখেছেন, ‘থেমে যেয়ো না রদ্রি-গোল।’    

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | সঙ্গে | কথাকাটাকাটির | রদ্রিগো | এখন | রদ্রিগোল