আর্কাইভ থেকে ঢালিউড

বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মারা গেছেন
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মারা গেছেন।রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্মাতা মনি। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে ইন্তেকাল করেন তিনি। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ফেসবুক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পোস্ট তিনি লেখেন, আজ দুপুর ২টা ১০ মিনিটে ইন্তেকাল করেন নির্মাতা মনি। জানা গেছে, সোমবার সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করেন নির্মাতা। অবস্থার অবনতি হলে পারিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নির্মাতা মনির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। প্রসঙ্গত নির্মাতা মনি ১৯৯৮ সালে পরিচালক হিসেবে ঢালিউড সিনেমায় পা রাখেন। নিজের পরিচালিত প্রথম সিনেমা ‘ঘাটের মাঝি’ সুপারহিট হয়। এরপরই একে একে প্রতিশ্রুতি, রাজা কেন সন্ত্রাসী, রসিয়া সুন্দরী, মালেকা সুন্দরী, পদ্মা আমার জীবনসহ একাধিক সিনেমা দর্শকদের উপহার দেন নির্মাতা নূর মোহাম্মদ মনি। সাম্প্রতিক সময়

এ সম্পর্কিত আরও পড়ুন বীর | মুক্তিযোদ্ধা | নূর | মোহাম্মদ | মারা | গেছেন