আর্কাইভ থেকে ক্রিকেট

মিরপুর টেস্টের আগে যে মাইলফলকের সামনে মুশফিক

মিরপুর টেস্টের আগে যে মাইলফলকের সামনে মুশফিক
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে ৫ হাজার রানের মাইলফলকের সামনে মুশফিকুর রহিম।  রেকর্ড ছুঁতে আর ৮৮ রানের দূরত্বে আছেন এই উইকেটকিপার ব্যাটার। একসময় আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন রিকি পন্টিং। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৬৭ রান ছিল এই সাবেক অজি অধিনায়কের। ২০১৬ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পনটিংয়ের রেকর্ড ভাঙেন সাকিব আল হাসান।  এরপর শেরেবাংলা স্টেডিয়ামের রান দিয়ে পন্টিংকে ছাড়িয়ে গেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহও।  যাদের মধ্যে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা মুশফিকের। মিরপুরে ৩ সংস্করণ মিলে মোট ১৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুশফিক। সেখানে তার রান সংখ্যা ৪৯১২।  তবে তিন সংস্করণ মিলিয়ে এক ভেন্যুতে রানের রেকর্ডের মালিক হলেও আলাদা আলাদা সংস্করণের হিসাব করলে কোনোটিরও শীর্ষে মুশফিক নেই।    

এ সম্পর্কিত আরও পড়ুন মিরপুর | টেস্টের | আগে | মাইলফলকের | সামনে | মুশফিক