আর্কাইভ থেকে আন্তর্জাতিক

টাইম পারসন অব দ্য ইয়ারে পুতিন, টেইলর সুইফটসহ যারা

টাইম পারসন অব দ্য ইয়ারে পুতিন, টেইলর সুইফটসহ যারা
যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের ২০২৩-এর বর্ষসেরা ব্যক্তিত্ব বা ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় সোমবার(৪ ডিসেম্বর) বিশ্বব্যাপী বহুলপ্রচারিত এ ম্যাগাজিনটি ৯জনের  নাম সামনে এনেছে। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা তালিকায় রয়েছেন সংগীত শিল্পী টেইলর সুইফট, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস, ট্রাম্প প্রসিকিউটরস,সাম আল্টমান, জিরোম পাওয়েল, বার্বি ও হলিউড স্ট্রাইকার্স। গত ১২ মাস ধরে দেশজুড়ে সবচেয়ে বেশি প্রভাব থাকা কোনো বিশেষ ব্যক্তি, কোনো সংগঠনের কাজকর্মের ওপর নজর রেখে টাইম ম্যাগাজিন এই বর্ষসেরা ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। টাইম ম্যাগাজিনের যে তালিকাটি রয়েছে সেটি অনেকটি এ রকম: হলিউড স্ট্রাইকার্স: চলতি বছরের ২ মে থেকে শুরু হওয়া ধর্মঘটে হলিউড চলচ্চিত্রের কয়েক হাজার চিত্রনাট্যকার অংশগ্রহণ করেন।  তারা স্ট্রিমিং যুগে উচ্চ বেতন এবং আরও ভাল কাজের দাবি করে ওই আন্দোলনে যোগ দেন। তাদের এই আন্দোলনে  পরবর্তীতে হলিউডের চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীরাও অংশগ্রহণ করেন। হলিউডে এই ধর্মঘট প্রায় বছর জুড়ে আলোচনায় ছিল। শি জিনপিং: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বার তিনি চেয়ারে বসেছেন। চিনের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসাবে ধরা হয় তাঁকে। টাইমসের ২০১৭ পার্সন অফ দ্য ইয়ারও তিনি ছিলেন। টেইলর সুইফট: বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট।প্রচুর কনসার্ট করেছেন এবছর। এ বছর মনোনয়নের মাধ্যমে গ্র্যামির ইতিহাসে আরেকটি সোনালি পালক যোগ করেছেন এই গায়িকা। অ্যান্টি-হিরো’ গানটির মাধ্যমে ২০২৩ সালের সেরা গান হিসেবে মনোনয়ন পেয়েছেন সুইফট। একজন গীতিকার হিসেবে এটি তার ৭ম মনোনয়ন। স্যার পল ম্যাককার্টনি এবং লিওনেল রিচির ৬টি করে মনোনয়নকে ছাড়িয়ে গেছেন সুইফট। পাশাপাশি বছরের সেরা অ্যালবাম এবং বছরের সেরা রেকর্ড বিভাগেও মনোনীত হয়েছেন ৩৩ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী। এই পপ স্টার এর আগে ২০১৭ সালে পার্সন অফ দ্য ইয়ার কভার হয়েছিলেন। সাম অল্টম্যান: বিশ্বে বহুল পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট (কৃত্রিম ম্যাসেজিং) চ্যাটজিটিপি এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাম অল্টম্যান। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠান ওপেন এআই’র এই প্রধান  নির্বাহীকে অপসারণ করার ঘটনা টেক দুনিয়ায় তোলপাড় ফেলে দেয়। স্যামকে অপসারণের কারণ হিসবে প্রতিষ্ঠানটি তাদের এক ব্লগে বলছে, পরিচালনা পর্ষদের সাথে অল্টম্যানের যোগাযোগের ঘাটতি ও তাঁর কার্যক্রমের অস্পষ্টতা প্রতিষ্ঠানের ব্যবসায় প্রভাব ফেলছে। স্য়াম অল্টম্য়ান এর আগে ছিলেন ২০২৩ টাইম ১০০তে। ট্রাম্প প্রসিকিউটরস: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে ৯০টি অভিযোগ রয়েছে। বার্বি: হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট টু’র রেকর্ড ভেঙে ওয়ার্নার ব্রোসের ইতিহাসে সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘বার্বি’। সিনেমাটি ৭৫টি দেশের ১২ হাজার ৮৫২টি পর্দা থেকে এক কোটি ৮২ লাখ ডলার তুলে নিয়েছে। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৩৪ কোটি ডলার। ধারণা করা হচ্ছে, শিগগরই ইউনিভার্সেল পিকচার্সের ‘দ্য সুপার মারিও ব্রোস মুভি’কে অতিক্রম করে গ্লোবাল বক্স অফিসে বছরের সেরা চলচ্চিত্র হয়ে উঠবে ‘বার্বি’। বিশ্বের কোটি কোটি শিশুর শৈশব রাঙিয়ে দেয়া জনপ্রিয় পুতুল ‘বার্বি’ ঘিরে সিনেমাটি নির্মাণ করেছেন অস্কার মনোনীত গ্রেটা গেরউইগ।মুখ্য দুই চরিত্রে আছেন মার্গো রবি ও রায়ান গসলিং। ভ্লাদিমির পুতিন: দীর্ঘদিন ধরে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করছেন। সেই ১৯৯৯ সাল থেকে তিনি প্রেসিডেন্ট পদে রয়েছেন। সংবিধান রক্ষার জন্য যদিও মাঝে একবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলিয়েছেন। তৃতীয় চার্লস: রাজা তৃতীয় চার্লস  যুক্তরাজ্যের  রাজ সিংহাসনে বসেছেন। জেরোম পাওয়েল:ফেডেরাল রিজার্ভের চেয়ারম্যান ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্য বৃদ্ধি রোধে তাঁর বড় ভূমিকা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন টাইম | পারসন | অব | দ্য | ইয়ারে | পুতিন | টেইলর | সুইফটসহ | যারা