আর্কাইভ থেকে বাংলাদেশ

জয় যেন সোনার হরিণ

জয় যেন সোনার হরিণ

জয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। একের পর এক ম্যাচ ড্র, হেরে পয়েন্ট তালিকার সেরা চারের বাইরে চলে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। লিগের শেষ ছয় ম্যাচে জিতেছে মাত্র একটিতে, ড্র দুটিতে আর হেরেছে তিনটি। সবমিলিয়ে বাজে সময় পার করছে ক্লাবটি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতেও এর ব্যতিক্রম ঘটেনি, আবারো ড্র করেছে ম্যানইউ। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। চেলসির হয়ে গোল করেন মারকোস আলোনসো এবং ম্যানইউকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।

এই ড্র'তে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল চেলসি। ৩৫ ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।  

ম্যাচের ৬০ মিনিটে চেলসিকে এগিয়ে নেন মারকোস আলোনসো। জেমসের ক্রসে কাই হ্যাভার্টজের বাড়িয়ে দেওয়া বলে জাল খুঁজে নেন আলোনসো। তবে ম্যাচে ফিরতে মাত্র দুই মিনিট সময় নেয় ম্যানইউ। ৬২ মিনিটে রোনালদোর গোলে ম্যাচে ফিরে রেড ডেভিলরা। মাতিচের বাড়ানো পাসে অফ সাইড ফাঁদ ভেঙে বক্সের ভেতর থেকে গতির শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় সমতায় শেষ হয় ম্যাচ।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন জয় | যেন | সোনার | হরিণ