জাতীয়

‘ইতিহাসে এবারের নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

‘ইতিহাসে এবারের নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
দেশের ইতিহাসে এবারের নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দু’চারটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে কিছু যায় আসে না। যারা নির্বাচনে অংশ নেয়নি তাদের দলের নেতাকর্মীরা হতাশায় ভুগছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ১টার পর গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ৭৫’র পর সুশৃঙ্খল, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এবারের ৭ জানুয়ারির নির্বাচন। প্রধানমন্ত্রী বলেন, আপনারা এদেশেরই জনগণ। আমি জানি আপনাদের ওপর ওহী নাযিল হয়েছে জ্বালাও পোড়াও করার। ওদিকে একজন (তারেক রহমানকে উদ্দেশ্য করে) লন্ডনে বসে আয়েশ করে পায়েস খায় আর এখানে কর্মীদের মাঠে নামায়। আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ সহিংসতাকে প্রশ্রয় দেয় না। তারা একটা সময়ে সব শ্রেণি পেশার মানুষের ওপর হামলা করেছে। তারা প্রধান বিচারপতির বাসায় হামলা করেছে। অনেক সাংবাদিক তাদের হামলায় এখনও হাসপাতালে ভর্তি।

এ সম্পর্কিত আরও পড়ুন ইতিহাসে | এবারের | নির্বাচন | স্বর্ণাক্ষরে | লেখা | থাকবে