বলিউড

ভেন্টিলেশনে ওস্তাদ রশিদ খান

ভেন্টিলেশনে ওস্তাদ রশিদ খান
‘অতি সঙ্কটজনক’ অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) –এর ভেন্টিলেশনে দেয়া হয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খানকে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছ। প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শেষে কিছুটা আশার আলো দেখা গেলেও মঙ্গলবার সকালে আচমকাই শিল্পী ওস্তাদ রশিদ খানের শারিরীক অবস্থার অনেকটা অবনতি হয়। অনেক দিন থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন শিল্পী। বছরের শেষে যদিও তার স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ওস্তাদ রশিদ খান। এর মধ্যে তাকে রাইস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে। শোনা গিয়েছিল, স্ট্রোকের ফলে তার বাঁ-দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কাও ছিল। প্রায় মাসখানেকেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি শাস্ত্রীয় সঙ্গীতের এ শিল্পী। অতীতে তার প্রস্টেটে ক্যানসার হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। এর মধ্যেই তার মস্তিষ্কে একাধিক বার রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। এরপরই রশিদ খানকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকে তিনি চিকিৎসাধীন। তবে চিকিৎসায় যেহেতু শিল্পী সাড়া দিচ্ছিলেন, ফলে সেই সঙ্কটও হয়তো তিনি কাটিয়ে উঠতে পারবেন সময়ের সঙ্গে সঙ্গে, এমনটাই মনে করছিলেন সকলে। তার মধ্যেই পাওয়া গেলো তার স্বাস্থ্যের অবনতির খবর। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, ‘‘শিল্পীর অবস্থা অতি সঙ্কটজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’’ এর আগে শিল্পীর ঘনিষ্ঠ মহল এবং হাসপাতালের একটি সূত্রে রশিদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা গিয়েছিল। ক্যানসার এবং ব্রেনস্ট্রোক জনিত সমস্যার কারণে আইটিইউতে ভর্তি রয়েছেন রশিদ খান। নিউরোলজি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ রয়েছেন তিনি। মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের একটি দলও তাকে পর্যবেক্ষণে করছেন। উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রশিদের। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত পরিবারে বেড়ে উঠেছেন। উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো রশিদ। কাকাই প্রথম তাকে মুম্বাই নিয়ে যান। সেখানে গানের তালিম নেন জনপ্রিয় এ শিল্পী। উস্তাদ রশিদ খান রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন এ ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রশিদের দাদু। মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন এ শিল্পী। ‘যব উই মেট’, ‘কিসনা’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘মাই নেম ইজ খান’, ‘রাজ ৩’-র মতো বলিউড ছবির পাশাপাশি ‘মিতিন মাসি’, ‘বাপি বাড়ি যা’, ‘কাদম্বরী’-র মতো বাংলা ছবিতেও রয়েছে তার গান।

এ সম্পর্কিত আরও পড়ুন ভেন্টিলেশনে | ওস্তাদ | রশিদ | খান