জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বোদা

মাদক, জঙ্গি, জুয়া, চুরি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জায়গা জমি নিয়ে বিরোধসহ সব ধরনের অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পঞ্চগড়ের বোদা থানা পুলিশ।

এরই স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পঞ্চগড় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম-মুল্যায়নে ডিসেম্বর/২০২৩ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানাকে নির্বাচিত করা হয়েছে। একই সাথে সার্বিক কর্ম-মুল্যায়নে বোদা থানার এসআই মো. আব্দুস সালামকে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

এই প্রাপ্তির ফলে, বোদা থানা পুলিশের পক্ষ থেকে রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি বিপিএম মো. আব্দুল বাতেন, অতিরিক্ত ডিআইজি পিপিএম এস এম রশিদুল হক ও পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদাকে ধন্যবাদ জানানো হয়।

এ প্রসঙ্গে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, তিনি বোদা থানা থেকে মাদক, জঙ্গি, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, আত্মহত্যার প্রবণতা রোধ সহ সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণ করে, এই থানাকে একটি মডেল থানা হিসেবে উপহার দিতে চান।

Recommended For You

About the Author: GM Mahmud