আর্কাইভ থেকে বাংলাদেশ

আগামী কয়েক মাস কঠিন সময় হবে : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

আগামী কয়েক মাস কঠিন সময় হবে : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

আগামী কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় হবে। বললেন শ্রীলঙ্কার সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে।  

এরআগে গেলো সোমবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী বিক্রমসিংহে বলেছিলেন, জ্বালানি ও ওষুধের প্রয়োজনীয় সরবরাহ কিনতে আগামী কয়েক দিনের মধ্যে শ্রীলঙ্কার ৭ কোটি ৫০ লাখ ডলার প্রয়োজন। তবে তিনি স্বীকার করেন যে, কোষাগারে এমনকি ১০ লাখ ডলার খুঁজে পাওয়াও কঠিন হচ্ছে। তিনি আরও বলেন, দেশে ১ দিনের জ্বালানি অবশিষ্ট রয়েছে এবং দৈনিক বিদ্যুৎ হ্রাস দিনে ১৫ ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে।

বিক্রমসিংহে বলেন, তিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বেসরকারিকরণের চেষ্টা করবেন এবং সামুদ্রিক অঞ্চলের মধ্যে নোঙর করা গুরুত্বপূর্ণ জ্বালানি চালানের জন্য অর্থ প্রদানের উদ্দেশে বিদেশী সহায়তা চাইবেন।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গেলো সপ্তাহে তার ভাই মাহিন্দা রাজাপাকসের স্থলাভিষিক্ত হওয়ার জন্য বিক্রমসিংহকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন।

শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সহিংস মোড় নেওয়ার পর মাহিন্দা রাজাপাকসে ৯ মে পদত্যাগ করেন। এর আগে রাজাপাকসে পরিবারের সদস্যদের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী কলম্বোতে শান্তিপূর্ণভাবে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর তাদের সমর্থকেরা হামলা চালায়।

বিক্ষোভকারী ও সরকারের মধ্যে কয়েকদিনের লড়াইয়ের পর ৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন আগামী | কয়েক | মাস | কঠিন | সময় | হবে | | শ্রীলঙ্কার | প্রধানমন্ত্রী