দেশজুড়ে

পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত, দুর্ভোগে জনজীবন

পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত, দুর্ভোগে জনজীবন
হাড়কাঁপানো কনকনে শীতে স্থবিরতা নেমে এসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। বেশ ক’দিন ধরেই এ জেলায় তাপমাত্রার পারদ উঠানামা করছে ৮-১০ মধ্যে। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সূত্র জানায়, এ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। কনকনে শীতের কারণে হাট-বাজারগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কমে গেছে। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে গেলো এক সপ্তাহ পর আজ দুপুরে সূর্য কিছুক্ষণের জন্য উঁকি দিলেও উত্তাপ ছড়াতে পারেনি। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আজ সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই প্রকোপ পুরো জানুয়ারি মাস জুড়েই থাকবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়ে | শীতের | তীব্রতা | অব্যাহত | দুর্ভোগে | জনজীবন