আন্তর্জাতিক

৬০০ বছরের পুরোনো মসজিদ ভাঙলো ভারত

৬০০ বছরের পুরোনো মসজিদ ভাঙলো ভারত
অবৈধ স্থাপনা ঘোষণা করে ৬০০ বছরের পুরানো আখন্দজি মসজিদ ভাঙলো ভারতের  দিল্লী উন্নয়ন কতৃপক্ষ (ডিডিএ)। মসজিদের পাশাপাশি এটি সংলগ্ন বেহরুল উলুম মাদ্রসাও ভেঙ্গে ফেলা হয়েছে। গেলো ৩০ জানুয়ারি ( মঙ্গলবার) ভোরে দিল্লীর আখন্দজি মসজিদ ভেঙে ফেলে দিল্লী উন্নয়ন কতৃপক্ষ। ১ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। স্থানীয়দের দাবি মসজিদটি সুলতানা রাজিয়ার আমলে নির্মীত। ইমাম জাকির হোসেন জানান, গেলো মঙ্গলবার তিনি ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেয়ার সময় পুলিশ এসে দরজায় কড়া নাড়ে। এসময়ে তাকে এবং মসজিদ সংলগ্ন মাদ্রাসায় যে ২২ জন শিক্ষার্থী থাকত তাদের মালামালসহ চলে যেতে বলা হয়। ইমাম আরও জানান, মসজিদ ও মাদ্রাসা এবং কবরস্থান ৬০০ বছরের পুরানো হলেও এটি ঐতিহ্যগত স্থাপনা হিসেবে স্বিকৃত নয়। তাদেরকে মাত্র ১০ মিনিট সময় দেয়া হয় মালপত্র  বের করবার জন্য। তিনি আরও অভিযোগ করে বলেন, স্থাপনা ভাঙার সময় কতৃপক্ষ তার ফোন কেড়ে নেয় এবং তাকে সহ পুরো এলাকা সিআইএসএফ ফোর্স দাড়া ঘিরে রাখে। ভাঙার আগে তাদের কোন নোটিশও দেয়া হয়নি। এমনকি মসজিদটি ভেঙে ফেলার পরে এর মালামাল ও ধ্বংসাবশেষ খুব দ্রুত অন্যত্র সরিয়ে ফেলা হয়। ডিডিএ মসজিদটি ভাঙার কারণ হিসেবে বলছে, মসজিদটি দিল্লীর দক্ষিণাংশের সংরক্ষিত সঞ্জয় ভান বনাঞ্চলের মধ্যে পড়েছে। বন ব্যবস্থাপনা কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ অঞ্চলকে সকল অবৈধ স্থাপনা মুক্ত রাখতে হবে। ডিডিএ আরও জানায়, প্রকৃতির মধ্যে থাকা সকল অবৈধ এবং ধর্মীয় স্থাপনা ভাঙার বিষয়ে তাদের ধর্মীয় কমিটির অনুমোদন রয়েছে। উল্লেখ্য, মাদ্রাসায় থাকা শিক্ষার্থীদের অভিভাবকরাও এটি ভাঙার পরে তাদের সন্তানকে সেখান থেকে  নিয়ে যাওয়ার জন্য খবর পেয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ৬০০ | বছরের | পুরোনো | মসজিদ | ভাঙলো | ভারত