আন্তর্জাতিক

ইসরায়েলের চার নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

ইসরায়েলের চার নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের পশ্চিম তীরে স্থানীয়দের ওপর হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েলি চার নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা পাওয়া চার ইসরায়েলি হলেন-ডেভিড চাই চাসদাই, আইনান তানজিল, শালোম জিকারম্যান ও ইয়িনন লেভি। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওই নির্বাহী আদেশে জানানো হয়, নিষেধাজ্ঞার আওতায় ওই চার ইসরায়েলি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন। নিষেধাজ্ঞার বিষয়ে জো-বাইডেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনের বলা হয়,  দাঙ্গায় নেতৃত্ব দেওয়া, অবৈধভাবে ও জোরপূর্বক ভবন নির্মাণ, ভূমি দখল ও যানবাহনে আগুন ধরানো, বেসামরিক লোকদের ওপর হামলা ও সম্পত্তির ক্ষতি করার কারণে তাদের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া  হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্রদেশ ইসরায়েল। তাই দেশটির নাগরিকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিরল ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর এই ঘোষণা এমন একটি সময় আসলো যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিশিগান অঙ্গরাজ্য সফর করছেন। এই অঙ্গরাজ্যে আরব–আমেরিকান জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে। তবে নিষেধাজ্ঞাগুলো অপ্রয়োজনীয় বলে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে। এদিকে, দ্য আরব আমেরিকান ইনস্টিটিউট নামের একটি পরামর্শক গ্রুপের চালানো একটি জরিপে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির সমর্থন বেশ কমে গেছে। ২০২০ সালে ডেমোক্র্যাটদের প্রতি আরব-আমেরিকানদের ৫৯ ভাগ সমর্থন থাকলেও বর্তমানে তা ১৭ ভাগে নেমে এসেছে। অপরদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিল। গাজায় এরইমধ্যে নিহতের সংখ্যা প্রায় ২৭ হাজারে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ৬৬ হাজার মানুষ।হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলের | চার | নাগরিকের | ওপর | নিষেধাজ্ঞা | দিলো | যুক্তরাষ্ট্র