এশিয়া

পুলিশ স্টেশনে হামলা, নিহত ১০

পুলিশ স্টেশনে হামলা, নিহত ১০
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের দ্রাবন অঞ্চলের একটি থানায় জঙ্গিদের হামলায় কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য নিহত এবং ছয়জন আহত হয়েছেন। সাধারণ নির্বাচনের আগে প্রদেশটিতে এই ধরনের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের এক খবরে এ তথ্য জানিয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে জানানো হয়েছে, স্থানীয় সময় রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে জঙ্গিরা প্রথমে পুলিশ স্টেশনে স্নাইপার দিয়ে গুলি করে এবং তারপরে ভবনে প্রবেশ করে। দ্রাবনের উপ-পুলিশ সুপার মালিক আনিস উল হাসান গণমাধ্যমকে বলেছেন, স্টেশনে প্রবেশ করার পর সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে; যার ফলে আরও বেশি হতাহতের ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী এবং নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। এর আগে গেলো বুধবার খাইবার-পাখতুনখোয়ায় জাতীয় পরিষদের এক প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। একই দিনে বেলুচিস্তান প্রদেশে আরেক রাজনৈতিক নেতাকে তার দলের নির্বাচনী কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়। এছাড়াও গেলো মঙ্গলবার বেলুচিস্তানে নির্বাচনী সমাবেশের পর বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। প্রসঙ্গত, ২০২২ সালে পাকিস্তানি তালেবান এবং সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়া পর থেকে সাম্প্রতিক সময়ে জঙ্গিদের আক্রমণের পুনরুত্থান দেখছে দেশটি। বিশেষ করে যেসব জঙ্গিগোষ্ঠীগুলো নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়।

এ সম্পর্কিত আরও পড়ুন পুলিশ | স্টেশনে | হামলা | নিহত | ১০